নিউজ শর্ট ডেস্ক: এ বছর শীত (Winter) একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে বাংলা থেকে। তাই ডিসেম্বরের পর নতুন বছরের শুরুতেও শীতের দেখা না পেয়ে মনমরা বাংলার শীত প্রেমীরা। যদিও এই মুহূর্তে দেশের অন্যান্য রাজ্যে চওড়া হয়েছে শীতের স্পেল। কনকনে ঠান্ডায় জবুথবু একাধিক রাজ্যবাসী। কিন্তু বাংলায় শীতের নাম গন্ধ নেই। বরং শীতের মরশুমে সবাইকে অবাক করে বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Office)।
কিন্তু এইভাবে আর কতদিন চলবে? বাংলায় কি আদৌ কামব্যাক করবে শীত? নাকি এইভাবেই নামমাত্র শীত আর মেঘলা আবহাওয়া নিয়েই এ বছরটা কাটাতে হবে রাজ্যবাসীকে? শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
গতকাল কলকাতায় বাতাসে আপেক্ষিকম আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। কিন্তু গতকাল কলকাতায় বৃষ্টি হয়নি। আর এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তা থেকে জানা আছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলি ছাড়া আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তাই আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদা জেলায়। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া,বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলায়।
আরও পড়ুন: ছক্কা হাঁকানোর আগেই আউট শীত! ভরা পৌষেও ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর
চলতি সপ্তাহে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বেড়েছে। আগামী তিন দিন তাপমাত্রা আরও বাড়বে বলেই খবর। তবে সেই সাথে আশার খবর এই যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হলেও হাওয়া অফিস জানাচ্ছে আগামী ১০ জানুয়ারি থেকে কলকাতায় আবার শুরু হবে শীতের নতুন ইনিংস। তাই কনকনে ঠান্ডায় এবার জবুথবু হব হওয়ার পালা দক্ষিণবঙ্গের মানুষদেরও।
জানা যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা সিকিমের উপর দিয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন শৈল শহর দার্জিলিং-এর তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির আশেপাশে থাকার কথা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং- কালিম্পং উভয় শহরেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গের উচ্চ পার্বত্য অঞ্চলে রয়েছে তুষারপাতের সম্ভাবনা।