নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের গোটা সঙ্গীত জগতের বেতাজ বাদশা হলেন বাংলার অরিজিৎ সিং (Arijit Singh)। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ভূমিপুত্র-ই এখন দাপিয়ে বেড়াচ্ছে গোটা দুনিয়া। বছরভর দেশ-বিদেশে কনসার্ট করে বেড়ান তিনি। কিন্তু খ্যাতির শীর্ষে থেকেও বরাবরই বরাবরই মাটিতে পা রেখে চলেন এই বিশ্ব বিখ্যাত গায়ক।
টাকা-পয়সা, নাম-যশ-খ্যাতি কোনো কিছুর অভাব না থাকলেও বরাবরই অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেই পছন্দ করেন অরিজিৎ। তাই তাঁর সাদামাটা জীবন-যাপন মুগ্ধ করে ভক্তদের। লাইমলাইট থেকে দূরে থাকতে ছবি শিকারিদের-ও এড়িয়ে যান গায়ক। অরিজিতের গানের কেরিয়ার শুরু হয়েছিল প্রায় দু’দশক আগে জনপ্রিয় রিয়ালিটি শো ফেম গুরুকুলের (Fame Gurukul) হাত ধরে।
কিন্তু জানলে অবাক হবেন একসময় এই অরিজিৎ সিং-ই নাকি গানের লিরিক্স মনে রাখতে পারতেন না। যা নিয়ে খুব টেনশনে থাকতেন তিনি নিজেও। প্রায় দু দশক আগে ফেম গুরুকুলে অরিজিৎ যখন অংশ নিয়েছিলেন তখন তিনি ছিলেন নিতান্ত একজন কিশোর। এই রিয়েলিটি শো এর বিচারকের আসনে ছিলেন বলিউডের স্বনামধন্য গীতিকার জাভেদ আখতার এবং শংকর মহাদেবন আর কেকে -এর মত বিখ্যাত সংগীত শিল্পীরা।
যদিও সেই সময় অরিজিৎ এই গানের রিয়েলিটি শো থেকে সেভাবে সাফল্য পাননি। তাই ফেম গুরুকুলে অসফল এই বাঙালি ছেলে যে আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করবে তা তখন কেউ কল্পনাও করতে পারেনি। তাই এই রিয়েলিটি শো’তে অরিজিৎ প্রথম হতে পারেননি ঠিকই তবে এখান থেকেই অরিজিৎ নিজের জীবনের অনেক কিছু শিখিয়েছিলেন। আর বর্তমানে তিনিই হলেন গানের জগতের উজ্জ্বল নক্ষত্র।
আরও পড়ুন: প্রেম জমে ক্ষীর, পর্দার প্রেম বাস্তবে গড়াতেই রোম্যান্সে বুঁদ পর্দার জ্যাস-স্বয়ম্ভূ!
এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি গানের লাইন কিছুতেই মনে রাখতে পারছেন না অরিজিৎ। তখন সেসময় তার ঘরে আসেন আর এক প্রতিযোগী রেক্স ডিসুজা। আফসোসের শুরে তাঁকে অরিজিৎ বলেন এত বারবার প্র্যাকটিস করেও কিছুতেই গানের কথা মনে রাখতে পারছেন না তিনি।
View this post on Instagram
রেওয়াজ করতে করতে গলা ভেঙে গেলেও সেই গানের কথা কিছুতেই মনে রাখতে পারছিলেন না অরিজিৎ। তিনি শুধু বারবার ভাবছিলেন যে গান তিনি মনে রাখতে পারছেন না সেই গান তিনি মূল মঞ্চে কি করে পারফর্ম করবেন? সব মিলিয়ে গোটা বিষয়টা নিয়ে দারুন টেনশনে ছিলেন অরিজিৎ। এমনকি রেক্সকে গান শোনাতে গিয়েও বারবার লিরিক্স ভুলে যাচ্ছিলেন অরিজিৎ। কি ভাবছেন? কোন গান? আসলে ওই গানটি ছিল রব্বি শেরগিলের জনপ্রিয় গান ‘বুল্লা কি জানা মে কৌন’। অবশ্য পরবর্তীতে বহু কনসার্টে ভক্তদের জন্য এই গান গেয়েছেন অরিজিৎ।