নিউজ শর্ট ডেস্ক: ডিসেম্বরের (December) পর এবার জানুয়ারিতেও গায়েব শীত (Winter)। শীতকালেই পাত্তা নেই শীতের। তার উপর উপরি পাওনা বৃষ্টির পূর্বাভাস। এমনকি চলতি সপ্তাহে আরও দু-তিন ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে আসার কথা এই যে আগামী সপ্তাহে নতুন করে চওড়া হবে শীতের স্পেল। এরই মধ্যে এসে গেল বড়সড় আপডেট।
গতকালের মত আজও কুয়াশাচ্ছন্ন থাকবে একাধিক জেলা। সেই সাথে থাকবে মেঘলা আকাশ। চলতি সপ্তাহে বৃহস্পতি-শুক্রবার পর্যন্ত আরও বাড়বে দু-তিন ডিগ্রি তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। যার মধ্যে রয়েছে মালদা,মুর্শিদাবাদ,বীরভূম,বাঁকুড়া,পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদীয়া।
এছাড়া তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবেআশার কথা এই যে খুব তাড়াতাড়ি রাজ্যে কামব্যাক করতে চলেছে শীত। জানুয়ারির ১০ তারিখের পর থেকেই রাজ্যে আবার ঢুকতে চলেছে উত্তুরে হাওয়া। কাজেই খুব শিগগিরই হাড় কাঁপুনি শীতের আমেজ ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে আবার শুরু হবে শীতের ঝোড়ো ব্যাটিং।
মঙ্গলবার থেকেই উত্তুরে হাওয়ার দাপট বাড়ার সাথেই পরিবর্তন হবে আবহাওয়ার। আগামী সপ্তাহেই আরও চওড়া শীতের স্পেল। সপ্তাহের শেষে আজ সকালে কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: এই ইউনিক খাবারের ব্যবসা শুরু করলেই কেল্লাফতে, চিরকাল কামাবেন মুঠো মুঠো টাকা
অন্যদিকের উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের কামড়ে জবুথবু পাহাড়ি মানুষজন। উত্তরবঙ্গের শৈল শহর দার্জিলিং ও কালিম্পং এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।সিকিমে বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। তবে বাকি বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের বাকি জেলায়।