Lakshadweep

Lakshadweep: লাক্ষাদ্বীপের সৌন্দর্যে মুগ্ধ মোদী, আপনিও যেতে চান ‘ভারতের মালদ্বীপে’, কিভাবে যাবেন জেনে নিন

নিউজশর্ট ডেস্কঃ ভারতের মধ্যেই এমন সুন্দর এক সমুদ্র সৈকত আছে যা সহজেই হারিয়ে দিতে পারে মালদ্বীপকে! নীল সাগরের বুকে এক টুকরো সবুজ দ্বীপে গেলে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। ভারতের কেন্দ্রশাসিত এই দ্বীপের সৌন্দর্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনার।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) লাক্ষাদ্বীপে(Lakshadweep) যাওয়ার পর থেকে এই জায়গার প্রতি মানুষের আগ্রহ বহুগুণ বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই মোদী লাক্ষাদ্বীপে গিয়েছিলেন। সেখানে সমুদ্র সৈকতে তাকে সময় কাটাতে দেখা গিয়েছে। এমনকি এই নীল সমুদ্রে স্নরকেলিং করেছেন প্রধানমন্ত্রী। সেইসব ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রধানমন্ত্রী বলেছেন যে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। তাদের অবশ্যই এই জায়গাতে আসা উচিত। এমনকি লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসাও করেছেন তিনি। ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আরব সাগরের নীল জলে এই দ্বীপ অবস্থিত। এখানে শুধুমাত্র একটি দ্বীপ নয়, বেশ কয়েকটি দ্বীপ নিয়ে এই এলাকা তৈরি হয়েছে।

আরও পড়ুন: Mini Switzerland: একটা নয়, ৫ টি ‘মিনি সুইজারল্যান্ডে’র খোঁজ রয়েছে ভারতেই, একবার গেলে ফিরতে চাইবেন না আপনি

ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রাক্তন সভাপতি রাজজি রাই জানিয়েছেন যে এই লাক্ষাদ্বীপের আবহাওয়া সারা বছরই বেশ মনোরম থাকে। তাই যেকোনো সময় এই জায়গাতে এলে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি এই জায়গাতে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। লাক্ষাদ্বীপে পৌঁছানোর জন্য আপনি ফ্লাইটে যেতে পারেন। তবে এখানে যাওয়ার আগে অবশ্যই আগে থেকে হোটেল বুক করে নিন।

সেই পরিকল্পনা মতই বেরিয়ে পড়ুন। তবে মনে রাখবেন লাক্ষাদ্বীপে অনেক আদিবাসী সম্প্রদায় রয়েছে, যেখানে আপনার যাওয়া একদমই উচিত নয়। তাই সেই বিষয়টির দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। প্রয়োজন পড়লে আপনি ভ্রমণের জন্য যে কোন ট্রাভেল এজেন্সির সাহায্য নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তে পারেন। তবে এখানে পর্যটকদের সংখ্যা খুবই কম থাকে তাই বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এখানে গেলে আপনি স্কুবা ডাইভিং বা স্নরকেলিং করতে পারেন।

Papiya Paul

X