নিউজ শর্ট ডেস্ক: শুধু ঔষধি গুণের জন্যই নয়, বিভিন্ন ধর্মীয় বিশ্বাস থেকেও তুলসী মঞ্জরী (Tulsi Manjari)। হিন্দুদের কাছে অত্যন্ত পূজনীয়। হিন্দু শাস্ত্র মতে এই তুলসী পাতার বিভিন্ন আধ্যাত্মিক (Spiritual) বৈশিষ্ট্য রয়েছে। তবে শুধু তুলসী পাতায় নয় তুলসী গাছেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো তুলসী মঞ্জরী (Tulsi Manjari)। হিন্দু শাস্ত্র মতে এই তুলসী মঞ্জরীর ওপরেই নির্ভর করে অনেক পরিবারের সুখ শান্তি কিংবা ইতিবাচক শুভ শক্তি বিস্তার।
বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ থাকলে ইতিবাচক শক্তির ব্যাপক বিস্তার ঘটে। হিন্দু শাস্ত্র মতে তুলসি গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু মানুষের বিশ্বাস তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। তাই যে কোনো পুজোই তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। তবে শুধু তুলসী পাতাই নয়, তুলসী পাতার পাশাপাশি তুলসী মঞ্জরীও হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তুলসী মঞ্জরীকে উপেক্ষা করা একেবারেই ঠিক নয়। এতে আর্থিক সমস্যার পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার হয়। আসুন জেনে নেওয়া যাক তুলসী মঞ্জরী সম্পর্কিত বেশ কিছু ধর্মীয় বৈশিষ্ট্য সম্পর্কে।
১. কোনো বাড়ির তুলসী গাছের মঞ্জরী ঝরে পড়ার অর্থ হল ঋণের বোঝায় পরিপূর্ণ হতে চলেছে সেই পরিবার। তাই মাঝে মধ্যেই এই তুলসী মঞ্জরী ভগবান বিষ্ণুকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
২.তুলসী গাছে বেশি মঞ্জরী হওয়া অশুভ বলে মনে করা হয়। ব্রহ্মাণ্ড পুরাণ মতে তুলসী গাছে অধিক মঞ্জরী আসার অর্থ তুলসী দুঃখিত আছেন। এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করার পাশাপাশি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধির অভাব দেখা দেয়।
৩. ভগবান শিব ও গণেশকে তুলসী নিবেদন করা নিষিদ্ধ। কিন্তু তুলসী মঞ্জরী অর্পণ করলে ভক্তরা পারিবারিক সুখ লাভ করেন।
৪. পরিবারের আর্থিক অনটন দূর করতে চাইলে প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জরি নিবেদন করুন। এতে ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ হয়।
৫. অনেকের বাড়িতেই ছোটখাটে কারণে লড়াই-ঝগড়া লেগেই থাকে। এই সমস্যা থেকে নিস্তার পেতে কোনও শুভ দিনে তুলসী মঞ্জরী তুলে নিয়ে গঙ্গাজলে সেই মঞ্জরী মিশিয়ে সারা ঘরে জল ছিটিয়ে দিতে হবে। এর প্রভাবে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। তবে খেয়াল রাখতে হবে মঞ্জরীর দানা যাতে পায়ে না-পড়ে।
আরও পড়ুন: নামমাত্র টাকা দিয়ে এই ব্যবসা করলেই হবে বিরাট লক্ষ্মীলাভ! শুনেই দেখুন খরচের অঙ্ক
৬. সারা বছর আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে লক্ষ্মী-নারায়ণকে তুলসী মঞ্জরী নিবেদন করুন। তার পর একটি লাল কাপড়ে সেই তুলসী মঞ্জরি বেঁধে টাকা-পয়সা রাখার স্থানে রেখে দিন। এর ফলে ধনসম্পত্তির বৃদ্ধি হবে।
৭. ভগবান বিষ্ণুকে তুলসী মঞ্জরী নিবেদন করলে মোক্ষ লাভ করা যায়। পাশাপাশি শিবকে মঞ্জরী নিবেদন করলে বহুদিনের আটকে থাকা টাকা ফিরে পাওয়া যায়।