Neem Phooler Madhu

Neem Phooler Madhu: বারো মাসে তেরো পার্বণে সেজে উঠেছে পর্ণার ‘শাড়ির কথা’! দুর্দান্ত ফটোশ্যুট দেখে মুগ্ধ দর্শক

নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার প্রয়োজন পড়ে না। এই সিরিয়ালটির প্রতি দর্শকদের অফুরন্ত ভালোবাসার ছাপ স্পষ্ট থাকে প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায়। একঝাঁক বাংলা সিরিয়ালের ভীড়ে আলাদা হয়ে উঠেছে দত্ত পরিবারের সদস্যদের গল্প। এখন নায়ক-নায়িকা সৃজন-পর্ণা  (Srijan-Parna) ছাড়াও দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে উঠেছেন এই দত্ত পরিবারের সমস্ত সদস্যরা।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ঠাম্মির কথামতই তেতো টুকু পেরিয়ে অবশেষে দত্তবাড়িতেই মিঠের হদিশ পেয়েছে পর্ণা। শুরু থেকেই সিরিয়ালটি যারা দেখছেন তারা জানেন শুরু থেকেই পর্ণার ইচ্ছা ছিল একান্নবর্তী পরিবারের সমস্ত সদস্যদের সাথে মিলেমিশে থাকার। কিন্তু বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এসে দেশ বড় ধাক্কা খেয়েছিল পর্ণা। কিন্তু তখন পর্ণার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ঠাম্মি। দত্তবাড়ির এই প্রধান কর্ত্রী সমস্ত বিপদে-আপদে দুহাত দিয়ে আগলে রাখেন তার দিদি ভাইকে।

তাছাড়া পর্ণার জগু দাদা তো আছেনই, তিনিও সমস্ত বিপদ থেকে রক্ষা করেন পর্ণাকে। বর্তমান প্লট অনুযায়ী সিরিয়ালে দেখা যাচ্ছে, রুচিরাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনার পর পর্ণার এবার মন দিয়েছে সৃজনের কোম্পানি শাড়ির কথার দিকে। দুহাতে দশভুজার মতোই অফিস-বাড়ি সব দিক’ই এখন দু’হাতে সামলাচ্ছে পর্ণা।

Neem Phooler Madhu

যা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে সৃজন। ধারাবাহিকের আজকের পর্বেই দেখা যাবে ইশা-মৌমিতা-অয়ন অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আটকাতে পারবে না, পর্ণার শাড়ির কথার ক্যালেন্ডার ফটোশুটের এক্সিবিশন। কারণ এবার পর্ণার শাড়ির কথার এক্সিবিশনের ছবি তুলবে, তাদেরই কলেজের এক বন্ধু তথা প্রফেশনাল ফটোগ্রাফার AK.

আরও পড়ুন: TRP তালিকায় ডাহা ফেল! মাত্র ৭ মাসেই সফর শেষ স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালের

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,শাড়ির কথা,Sareer Kotha,বারো মাসে তেরো পার্বণ,Exhibition,এক্সিবিশন,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আজকের  পর্বেই দেখা যাবে এই ক্যালেন্ডার  ফটোশুটের জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা মাস ধরে বিভিন্ন উৎসবের উপর ফোকাস করে বাঙালিয়ানার  মোড়কে তুলে ধরা হবে শাড়ির কথার বিভিন্ন ধরনের পোশাক। প্রথমে জানুয়ারিতে বাঙালির পিঠেপুলি-পৌষ পার্বণ এর মধ্যে দিয়ে সোয়েটার-চাদর গায়ে দিয়ে নতুন স্বাগত জানানো হয় নতুন বছরকে।

এরপর ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতী পুজো, তারপর একে একে আসে  বসন্ত উৎসব, চৈত্র সেল, পয়লা বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, রথযাত্রা, স্বাধীনতা দিবস, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো,কালীপুজো এবং সবশেষে ডিসেম্বরে বড়দিন। এবার শাড়ির কথার এক্সিবিশনের থিম ছিল ১২ মাসে ১৩ পার্বণ।  তাই  এই এক্সিবিশনের ভিডিও শেয়ার করে নিয়ে ক্যাপশনে চ্যানেল কর্তৃপক্ষের তরফে লেখা হয়েছে ‘বারো মাসে তেরো পার্বণের মাঝে উৎসব মুখর বাঙালিকে সারা বছর সাজিয়ে তুলতে আবার হাজির “পর্ণার শাড়ি কথা”!’

Avatar

anita

X