নিউজ শর্ট ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) মানেই টলিউডের (Tollywood) তথা বাংলার দর্শকদের কাছে ‘ইন্ডাস্ট্রি’। যদিও খোদ অভিনেতা নিজে একথা মানতে চান না কখনই। একটা সময় গোটা বাংলা ইন্ডাস্ট্রিকে একার কাঁধেই নেতৃত্ব দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বড় পর্দায় প্রসেনজিতের সিনেমা, আসা মানেই তা হাউস ফুল। আজও হাততালি আর সিটিতে ফেটে পড়ে গোটা সিনেমাহল।
এখনও বয়স ৬০ পেরিয়েও সুপারহিট সকলের প্রিয় বুম্বাদা। এই বয়সেও চুটিয়ে সিনেমা করে চলেছেন তিনি। কাজ করছেন বলিউডেও,পাশাপাশি এই শীতের মরসুমেও দাপিয়ে করে বেড়াচ্ছেন মাচা শো। সম্প্রতি বর্ধমানের নীলপুরে একটি অনুষ্ঠান গান গাইতে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই নিজেরই সুপারহিট সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন প্রসেনজিৎ।
কনকনে ঠান্ডায় সবুজ গালিচা বিছানো মঞ্চে প্রসেনজিৎ যখন মাইক্রোফোন হাতে গাইছেন ‘চোখ তুলে দেখো না, কে এসেছে,নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে,তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি,সাতপাকে বেঁধে নিয়ে যেতে এসেছি।’ তখন ঠান্ডা ভুলে দর্শক আসনে উপস্থিত মানুষ দের মধ্যেও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
এদিন মাইক্রোফোন হাতে গান গাইতে গাইতে ব্যাকগ্রাউন্ড পারফর্মারদের সঙ্গেও জমিয়ে নাচতে দেখা গেল প্রসেনজিৎকে। যা দেখে বসে থাকতে পারেননি দর্শকরাও। সোশ্যাল মিডিয়ায় এই দিনের অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে বর্ধমান বাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ নিজেই। সেই ভিডিওটির কমেন্ট সেকশনে বয়ে গিয়েছে অনুরাগীদের কমেন্টের বন্যা।
আরও পড়ুন: মাঝপথে সিরিয়াল ছাড়াই কাল হল! ৮ মাস কাজ না থাকায় মানসিক অবসাদে এই অভিনেত্রী
সেখানেই কারও মন্তব্য,’কে বলবে প্রসেনজিতের বয়স নাকি ৬১!’, কেউ আবার প্রশংসা করে লিখেছেন, ‘এই বয়সেও এত এনার্জি!’ কারোর মন্তব্য, ‘প্রসেনজিত মানেই সবকিছু ইতিবাচক।’ আবার একজন লিখেছেন, ‘বয়স এক জায়গায় দাড়িয়ে আছে দাদা আপনার এখনো! সেই ছোট্ট বেলার দেখা hero আপনি, এখনো একই রকম’।