নিউজশর্ট ডেস্কঃ শীতকাল মানে হলো পিকনিক, এদিক-সেদিক ঘুরতে(Travel) বেরিয়ে পড়া। হাতে সময় কম থাকলে দূরে কোথায় না গিয়ে কলকাতা শহরে আশেপাশে ঘুরতেও বেরিয়ে পড়েন মানুষেরা। শীতের সময় কলকাতা শহরের যে কোন দর্শনীয় স্থানে ঘুরতে গেলেই ভিড় হয় প্রচুর। ইকোপার্ক, নিকোপার্ক, চিড়িয়াখানা, সায়েন্স সিটি, তারামণ্ডল সব জায়গাতেই এখন ভিড়ে ঠাসা।
সেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা, ভিড়ে ঘোরাফেরা করতে পছন্দ করেন না বহু মানুষই। তাই অন্য কোথাও ঘুরতে যাবার সন্ধান করে থাকেন অনেকে। আপনিও কি উইকেন্ডের ছুটিতে নতুন কোন জায়গায় হ্যাংআউট করতে চাইছেন! তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনে রইল একটি নতুন জায়গার হদিশ। আপনি ভিড় এড়িয়ে চলে যেতে পারেন বন্দে ভারত রেস্টুরেন্টে(Vande Bharat Restaurant)।
একেবারে গঙ্গার পাড়ে গড়ে উঠেছে এই রেস্টুরেন্ট। বহু মানুষই এখনো এই রেস্টুরেন্ট সম্পর্কে জানেন না কিন্তু এখানে এলে ব্যাপক মজা হবে আপনার। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে আছে বাপু উদ্যান। সেটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই উদ্যান এই বন্দেভারত এক্সপ্রেসের একটি বগি রাখা হয়েছে। এই বগির মধ্যে গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বসে গঙ্গার পার্কের হাওয়া খেতে খেতে আপনি হাওড়া ব্রিজের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন।
ভেতরে ঢুকলে চারিদিকের সৌন্দর্য দেখলে মন ভরে যাবে আপনার। এখানে গঙ্গা দেখতে দেখতে পেটপুজো করে নিতে পারবেন আপনি। তার সঙ্গে বন্দেভারতেও চাপা হয়ে যাবে। এখানে সকলের সাধ্যের মধ্যেই খাবারের বাজেট নির্ধারণ করা হয়েছে। একেবারেই পকেট ফ্রেন্ডলি। সকাল ১১ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে। এখানে রেস্টুরেন্ট-এর বাইরে বাগান রয়েছে। যেখানে এই জায়গাটিও আপনার অনেক সুন্দর লাগবে। এখানেও আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। যারা কলকাতার শহরে নিরিবিলিতে সময় কাটানোর জন্য নতুন কোন জায়গার সন্ধান করছেন। তাদের জন্য এই জায়গাটির একেবারে সেরা।