Central Government

Central Government: নতুন বছরে মোদী সরকারের বড় উপহার, এবার ইন্টারনেট ছাড়াই মোবাইলে তড়তড়িয়ে চলবে ভিডিও

নিউজশর্ট ডেস্ক: যতদিন এগোচ্ছে ততই বেড়ে চলেছে রিচার্জ প্ল্যানের দাম। আর এতে অসুবিধায় পড়ছেন সাধারণ গ্রাহকেরা। কিন্তু ইন্টারনেট ছাড়াও এক দণ্ড চলছে না বর্তমান প্রজন্মের মানুষের। তাই অনেকেই মনে মনে ভাবেন ইন্টারনেট ছাড়া যদি মোবাইলে ভিডিও দেখা যেত তাহলে রিচার্জ করার কোন ঝামেলাও থাকতো না।

তবে এবার আপনার মনের কথা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। আগামী বছরের মধ্যে সবার জন্য ডাইরেক্ট টু মোবাইল পরিষেবা(D2M Service) চালু করতে চলেছে সরকার(Central Government)। D2M প্রযুক্তির সাহায্যে ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কনটেন্ট ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যায়। সূত্র বলছে, ইতিমধ্যেই অনেক শহরে এই ট্রায়াল চালু হয়ে গিয়েছে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি সেক্রেটারি অভয় করণদিকর একটি বিবৃতিতে বলেছেন যে এটি সম্পূর্ণরূপে চালু করার আগে অনেক শহরে D2M পরীক্ষা করতে হবে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক D2M কি? এতে কি কি সুবিধা রয়েছে?
D2M হল একটি ডাইরেক্ট মোবাইল ব্রডকাস্টিং প্রযুক্তি। যেটার সাথে ইন্টারনেটের কোন প্রয়োজন হয় না। D2M সাহায্যে আপনি ইন্টারনেট ছাড়াই স্মার্টফোনের ভিডিও দেখতে পারবেন। এছাড়া এটির সব থেকে বড় সুবিধা হল গ্রাহকেরা OTT অ্যাপে ভিডিও দেখতে পারবেন যেখানে ইন্টারনেটের কোন প্রয়োজন নেই। এই পরিষেবা অনেকটা ডাইরেক্ট টু হোম(DTH) এর মত কাজ করে।

আরও পড়ুন: Central Government: এবার দেশের মহিলারা হবেন লাখপতি! বড় ঘোষনা মোদীর, কিভাবে করবেন আবেদন?

এই D2M পরিষেবা চালু হলে দেশে প্রত্যেকটি কোনায় পৌঁছে যাবে। এই পরিষেবা চালু হবার পর ভিডিও দেখার জন্য হাই স্পিড ইন্টারনেটর প্রয়োজন হবে না। এত সুবিধার মত এর একটি বড় সমস্যা হল বর্তমান বাজারে যে সমস্ত ফোনগুলো রয়েছে সেই ফোনে এই D2M সাপোর্ট করবে না।

Narendra Modi

আর তাই D2M কাজ করার পর এই D2M সাপোর্ট হয় সেরকম ফোন লঞ্চ করা হবে। জানা গিয়েছে,  এই সাপোর্টের জন্য সমস্ত মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে তাদের ফোনে একটি D2M এন্টেনা দেওয়া হবে যা একেবারে DTH-র মতো সেট টপ বক্সের আকারে কাজ করবে।

Papiya Paul

X