Oppo Reno 11

Oppo Reno: এবার জমিয়ে হবে ফটোসেশন! জলের দামে ভারতেও এসে গেল Oppo Reno 11

নিউজ শর্ট ডেস্ক: এবার সমস্ত নামি-দামি মোবাইল ফোনগুলিকে টেক্কা দিতেই বাজারে এসে গেল দুর্দান্ত ফিচার সম্পন্ন Oppo-র রেনো ১১ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে Oppo Reno 11 5G  এবং Oppo Reno 11 Pro 5G- এই দুই মডেল লঞ্চ হয়েছে। এই দুই ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। ভারতে এই ফোন দুটিই ১৮ জানুয়ারি লঞ্চ করা হয়েছে।

জানা যাচ্ছে , Oppo Reno 11 5G ফোনটি ভারতে  Rock Grey এবং Wave Green- এই দুই রঙে পাওয়া যাচ্ছে। অন্যদিকে Oppo Reno 11 Pro 5G মোবাইলটি  Pearl White এবং Rock Grey- এই দুই রঙে পাওয়া যাচ্ছে।  এই নতুন ফোন দু’টি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Oppo-র অনলাইন ওয়েবসাইট এবং দেশের সমস্ত বড় বড় দোকান থেকে কেনা যাবে।

ভারতে Oppo Reno 11 সিরিজের দাম ৪০,০০০ টাকার কাছাকাছি। তবে ক্রেতাদের জন্য  সংস্থাটি মডেলগুলির মূল্য সাধ্যমতো কমানোর চেষ্টা করছে বলে খবর। উল্লেখ্য ভারতের বাজারে  Oppo Reno 11 5G-জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা।

Oppo Reno 11,ওপো রেনো ১১,ভারত,India,স্মার্ট ফোন,Smartphone,নতুন লঞ্চ,New Launch,প্রযুক্তি,Technology,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই দুই ৫জি ফোনের ডিসপ্লের উপরেই রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া এই দুই ফোনেই ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Oppo-র ফোন দুটিতে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০০০mAh ব্যাটারি এবং ৬৭ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মতো বেশ কিছু দুর্দান্ত ফিচার রয়েছে। Oppo Reno 11 সিরিজের ফোনে রয়েছে ColorOS 14- এর সাপোর্ট। রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। আর Oppo Reno 11 Pro 5G ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর।

আরও পড়ুন: ৫ টাকার প্লাস্টিকের জিনিসে হবে বিরাট কামাল, প্রতি মাসের রোজগারে হয়ে যাবেন লাখপতি!

Oppo Reno 11,ওপো রেনো ১১,ভারত,India,স্মার্ট ফোন,Smartphone,নতুন লঞ্চ,New Launch,প্রযুক্তি,Technology,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

OPPO Reno-র ফোন কেনার অফার

ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনার সময় SBI, ICICI, IDFC First Bank, Bank of Baroda এবং One Card ব্যাবহার করলে ৪ হাজার  টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
এছাড়া যদি কোনো OPPO ইউজার পুরনো ফোন এক্সচেঞ্জ করেন  তাহলে তিনি ৪ হাজার  টাকা এক্সচেঞ্জ + লয়ালটি বোনাস পাবেন।
ফোন কেনার সময় UPI Payment করলে ৭.৫% অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
এছাড়া Reno11 Pro 5G ফোনটি কেনার সময় মাত্র ২,৯৯৯ টাকা বেশি দিয়ে OPPO Enco Air2 Pro পাওয়া যাবে।

Avatar

anita

X