নিউজশর্ট ডেস্কঃ অল্প পুঁজিতে ব্যবসা(Business) শুরু করে মোটা টাকা উপার্জন করতে চাইছেন! তবে অল্প পুঁজি খরচ করে কোন ব্যবসা করলে বেশি টাকা লাভ হবে? ভালো অর্থ উপার্জন হবে? এই নানা প্রশ্ন ঘুরতে থাকে সকলের মধ্যে। আজকে আপনার সেই সকল প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি। আজকের এই প্রতিবেদনে একটি মোটা টাকা ইনকামের বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো।
আপনারা অল্প পুঁজির মধ্যে চাইলে শসা চাষের ব্যবসার শুরু করতে পারেন। এই ব্যবসায় খরচ কম হয় এবং অল্প সময়ের মধ্যে অনেক টাকা আয় করা যায়। আপনি যদি ঠিক এইভাবে শসা চাষ করেন। তাহলে আরও বেশি লাভ করতে পারবেন। শসা চাষের ক্ষেত্রে বেলে মাটি, এঁটেল মাটি, দো-আঁশ মাটি, কালো মাটি, পলি মাটি যেকোনো আপনি চাষ করতে পারেন। তাই এই চাষের জন্য আপনাকে আলাদা করে জমির চিন্তা মাথায় আনতে হবে না।
শুধুমাত্র গ্রাম নয়, শহরেও শসার চাষ করা যায়। এই ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে সারা বছরজুড়েই শসার চাহিদা বেশি থাকে। তবে শসা চাষের জন্য গ্রীষ্মকাল বিশেষ গুরুত্বপূর্ণ এই সময় শসার ব্যাপক চাহিদা থাকে। বিশেষজ্ঞরা বলেন শসা চাষের জন্য নদী ও পুকুরের পাড় বিশেষ উপযুক্ত।
আর ৬০ থেকে ৮০ দিনের মধ্যে শসা তৈরি হয়ে যায়। আপনার কাছে যদি কোনো কারণে একদমই পুঁজি না থাকে। তাহলে সরকার থেকে টাকা নিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী একটি তথ্য থেকে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের একজন কৃষক এই শসা চাষের ব্যবসা করে মাত্র চার মাসের মধ্যেই ৮ লাখ টাকা উপার্জন করেছেন।
ওই ব্যক্তি নেদারল্যান্ড থেকে বীজহীন শসা এনেছিলেন। এই বীজহীন শসা বাজারে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা যায়। আপনি চাইলে অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই চাষের ব্যবসা শুরু করতে পারেন।