নিউজশর্ট ডেস্কঃ ব্যবসায়ীদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসার হাল একের পর এক প্রজন্ম ধরে চলে আসছে। ভারতের বিখ্যাত সব ধনকুবেরদের ক্ষেত্রেও এই একই পদ্ধতি চলে এসেছে। এই পদ্ধতি অনুসরণ করেছে আম্বানির পরিবারও। ইতিমধ্যেই মুকেশ আম্বানি(Mukesh Ambani) তার রিলায়েন্স সংস্থার দায়িত্ব তিন ভাগে ভাগ করে তিন সন্তানের হাতে তুলে দিয়েছেন।
গত বছরই রিলায়েন্স ইন্ডাস্ট্রির বোর্ড থেকে সরে দাঁড়ান নীতা আম্বানি। আর সেই জায়গায় অনন্ত, আকাশ ও ইশা আম্বানিকে বোর্ড অফ ডিরেক্টর- এর জায়গা দেওয়া হয়। আর এই সংস্থার নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ইশা আম্বানিকে(Isha Ambani) সিলেক্ট করা হয়। সূত্র বলছে, কয়েকশো কোটির মালিক মুকেশ আম্বানির মেয়ে হয়েও ইশা আম্বানি বাকি কর্মীদের মতই পারিশ্রমিক পান। খুব সামান্যই হেরফের থাকে তার পারিশ্রমিকে।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রত্যেক মাসে ৩৫ লক্ষ টাকা বেতন পান ইশা। অর্থাৎ তার বার্ষিক বেতন আনুমানিক ৪.২ কোটি টাকার মতো। এছাড়া এই সংস্থার শেয়ার থেকেও আলাদা আয় হয় ইশা আম্বানীর। এর পাশাপাশি রিলায়েন্স বোর্ডের সদস্য হওয়ার জন্য আলাদা বেতন ও কমিশন পান তিনি।
জানা গিয়েছে, ইশা আম্বানির আনুমানিক সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকার বেশি। তবে মুকেশ আম্বানি প্রত্যেক বছরে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। যদিও করোনার সময় থেকে তিনি বেতন নেননি বলে জানা গিয়েছে।