নিউজ শর্ট ডেস্ক: স্মার্টফোন (Smartphone) ব্যবহারকারীদের ফোনে সারাদিনে হামেশাই চলে আসে একগুচ্ছ স্প্যাম কল (Spam Call)। কিন্তু অচেনা নাম্বার থেকে ফোন আসলে তা কখনই রিসিভ করা উচিত নয়,তাই বিরক্ত হয়েই প্রথমেই সবাই ট্রু কলারে যাচাই করতে যান নাম্বার। কিন্তু সেখানে গিয়ে বেশিরভাগ সময়েই দেখা যায় নাম্বারটি স্প্যাম কল।
আসলে কাজের মধ্যে থাকাকালীন সময় বিশেষ করে কোন গুরুত্বপূর্ণ অফিস মিটিং-এর সময় এমন ধরনের অবাঞ্ছিত ফোন কল আসলে তা বড্ড বিরক্তির কারণ হয়ে ওঠে। তাই অকারণে যাতে ফোনে এই ধরনের স্প্যাম কল না আসে তা বন্ধ করার জন্যই রয়েছে একটি দারুন ব্যবস্থা। এই সেটিংস জানা থাকলে যে কেউ ফোনে অবাঞ্ছিত স্প্যাম কল ব্লক (Block) করতে পারবেন।
তার জন্য শুধুমাত্র ফোনের সেটিংস চেঞ্জ করতে হবে। আর তাতেই নিজে থেকে ব্লক হয়ে যাবে এই ধরনের স্প্যাম কল। যার ফলে আর কখনই ফোনে আসবেনা এই ধরনের অবাঞ্ছিত কল। তার জন্য জানতে হবে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের স্প্যাম কল ব্লক করবেন? যদি কারও অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে প্রথমে গুগল ডায়ালারে গিয়ে সেখান থেকে অ্যাপ খুলতে হবে।
তারপর উপরের দিকে ডান কোণায় থাকা তিনটে ডটে ক্লিক করতে হবে। এরপর যে সেটিংসের অপশন আসবে সেখানে গিয়ে অনেকগুলি অপশনের মধ্যে কলার আইডি এবং স্প্যাম এই দুটি অপশনে ক্লিক করতে হবে। এরপর সামনে আসবে আরও দুটি অপশন। এখান থেকেইখুলে যাবে কলার এবং স্প্যাম আইডি এবং ফিল্টার স্প্যাম কলগুলির অপশন।
আরও পড়ুন: মাসে ৫০ হাজার আয় করাও কোনো ব্যাপার না! এই ব্যবসা করলেই হবে বিরাট লক্ষ্মী লাভ
এখান থেকে দুটো অপশনই অন করে রাখতে হবে। এছাড়া এখন অনেক ফোনেই ফিল্টার কলের অপশন থাকে। যদি কারও ফোনে এই অপশন থাকে তাহলে সেখান থেকেও স্প্যাম কল ব্লক করা যেতে পারে। তবে কিছু কিছু ফোনের সেটিংস সেই অনুযায়ী আলাদাও হয়ে থাকে। ফলে সেক্ষেত্রে সেই সেটিংস অনুযায়ীই স্প্যাম কল ব্লক করা যেতে পারে।