নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে যেকোনো বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি। তাই কম টিআরপির অভাবে যেমন খুব অল্প সময়ে বন্ধ হচ্ছে এক ঝাঁক বাংলা সিরিয়াল তেমনি তার জায়গায় আসছে একাধিক নিত্য নতুন ভিন্ন স্বাদের ধারাবাহিকও। স্টার জলসা, জি বাংলা কিংবা সান বাংলা কালার্স বাংলার মত চ্যানেল গুলিতেও ছবিটা প্রায় একই।
যার ফলে এখন কোন সিরিয়ালের বয়স তিন মাস তো কারও টেনেটুনে ৬ মাস। তবে এই সমস্ত নতুন সিরিয়াল যেমন শেষ হয়েছে তেমনি তার জায়গায় আসছে একাধিক ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল। তবে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারাও এখন জোর দিচ্ছেন ভিন্ন স্বাদের নতুন সিরিয়ালের ওপর।
তাছাড়া সবসময়ই বাংলা সিরিয়াল প্রেমিদের কাছে ব্যাপক চাহিদা রয়েছে পৌরাণিক বিভিন্ন কাহিনীর। তাছাড়া এই টিআরপির যুগে কম্পিটিশনে পাল্লা দিতে এখন সিরিয়ালের গল্পেও আনা হচ্ছে নিত্য নতুন টুইস্ট। তেমনি এবার শোনা যাচ্ছে, টিআরপি তালিকায় ঝড় তুলতেই আসছে নামি প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের (Surindar films) নতুন ধারাবাহিক।
‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাঈ’, ‘মেয়েবেলা’র পর আবার ছোট পর্দায় নতুন সিরিয়াল নিয়ে ফিরছে এই প্রযোজনা সংস্থা। যদিও সুরিন্দার ফিলমসের আগের দুটি সিরিয়াল দর্শকমহলে জনপ্রিয়তা পেলেও ছাপ ফেলতে পারেনি টিআরপি তালিকায়। এরই মধ্যে স্টুডিওপাড়ার সূত্রে খবর সান বাংলায় আসছে সুরিন্দর ফিল্মসের নতুন সিরিয়াল।
আরও পড়ুন: মায়ের কথা শুনে বউয়ের ওপর পৌরষত্ত্ব ফলানো শেষ! ইশার চক্রান্তে ল্যাজে গোবরে সৃজন
এই মেগায় প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্টার জলসার এক জনপ্রিয় অভিনেত্রীকে। তিনি হলেন ইষ্টিকুটুম খ্যাত বাহামনি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। প্রসঙ্গত ইষ্টিকুটুম ছাড়াও সুদীপ্তা অভিনয় করেছিলেন একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে।তার মধ্যে অন্যতম জি বাংলার ‘বিকেলে ভোরের ফুল’। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও সুদীপ্তাকে শেষবার দেখা গিয়েছিল কালারস্ বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকে।