নিউজশর্ট ডেস্কঃ নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে এখন যেকোনো ব্যবসা শুরু করা যায়। আর এই ব্যবসা সঠিকভাবে করতে পারলে ভালো টাকা রোজগার করা সম্ভব l এই মুহূর্তে চাকরির অভাবের জন্য অনেকেই ব্যবসার দিকে মনোনিবেশ করছেন। তাই আজকের প্রতিবেদনে আপনার জন্য একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া(Business Idea) নিয়ে চলে এসেছি আমরা।
এখানে নারকেলের মালা এবং খোসা ব্যবহার করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। কিভাবে নারকেলের মালা এবং খোসা ব্যবহার করে টাকা রোজগার করতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করা হলো। নারকেল মূলত দু’ভাগে ব্যবসা করা যায়। এক নারকেল খাওয়ার হিসেবে ব্যবহার করা। সেখান থেকে মোটা টাকা আয় করতে পারবেন। এরপর খাওয়ার পর সেই মালা বা খোসা ফেলে না দিয়ে সেটিকে ব্যবসার কাজে লাগানো যায়।
এক্ষেত্রে নারকেলের মালা বা খোসার জন্য যারা নারকেল বিক্রি করছেন তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। আজকের এই প্রতিবেদনে কেরলের একটি মেয়ের সম্পর্কে জানাবো। যার নাম মারিয়া, যিনি এই নারকেলের খোসা বা মালা দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে তা বাজারে বিক্রি করে ভালো টাকা রোজগার করছেন। মারিয়া নারকেলের জল এবং শ্বাস বিক্রির পর সেই মালা দিয়ে সুন্দর ডিজাইনের বাটি তৈরি করে বিক্রি শুরু করেছেন।
তবে এক্ষেত্রে নারকেলের মালায় সুন্দর ডিজাইন তৈরি করার জন্য অত্যন্ত দক্ষতার প্রয়োজন আছে. এর সাথে প্রয়োজন রয়েছে কিছু যন্ত্রপাতি। এই মালা দিয়ে চায়ের কাপ থেকে শুরু করে ল্যাম্পদানি, খাবারের পাত্র ইত্যাদি নানা জিনিস তৈরি করা যায়। এই ব্যবসা করে প্রত্যেক মাসে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হয়.