নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও(Jio)। টেলিকম ইন্ডাস্ট্রির পাশাপাশি ব্রডকাস্টিং ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় হয়ে উঠছে এই সংস্থা। ইতিমধ্যেই Jio AirFibre দেশের প্রায় ৪০০০ টি গ্রামে সম্প্রসারিত হয়েছে। এটি একটি ওয়ারলেস ইন্টারনেট পরিষেবা। যেখানে হাই স্পিড ইন্টারনেট দেওয়া হয়। আপনিও যদি এই পরিষেবা গ্রহণ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুযোগ। জিও বিনামূল্যে এয়ার ফাইবার ইন্সটল করার সুবিধা দিচ্ছে।
চলুন তাহলে প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক –
Jio ৫৯৯ প্ল্যান:
Jio Air Fibre এই ৫৯৯ টাকার প্ল্যানে ১০০০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ইন্টারনেটের স্পিড থাকে ৩০ এমবিপিএস। আর এই ডেটা শেষ হয়ে যাওয়ার পর স্পিড কমে যায় ৬৪ কেবিপিএস। এই প্ল্যানটিতে ৫৫০ টির বেশি টিভি চ্যানেল পেয়ে যাবেন। এর সাথে ১৩ টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন।
Jio ৮৯৯ প্ল্যান: এই ৮৯৯ টাকার প্ল্যানে আপনাকে সর্বোচ্চ ১০০০ জিবি ডেটা দেওয়া হবে। এখানে ইন্টারনেটের গতি থাকবে ১০০ এমবিপিএস। এই প্ল্যানে ৫৫০টির বেশি চ্যানেল এবং ১৩ টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিন।
Jio ১১৯৯ প্ল্যান:
এই প্ল্যানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ জিবি ডেটা এবং ১০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট পাওয়া যাবে। এই প্ল্যানটিতে ৫৫০টির বেশি চ্যানেল এবং ১৫ টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এরমধ্যে এক বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন দেওয়া রয়েছে।
কোন কোন OTT অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাবেন?
সনি লিভ, ডিজনি+ হটস্টার, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স বেসিক, লায়ন্সগেট প্লে, Zee 5, হইচই, ডিসকভারি, সান এনএক্সটি, ডকুবে, ALTBalaji, ShemarooMe, ইরোস নাউ, EPIC অন, Jio Cinema ।