Kalimpong

Kalimpong: মাত্র ১২০০ টাকায় বেড়িয়ে আসুন কালিম্পঙের এই ডেস্টিনেশন থেকে, সৌন্দর্য দেখলে ভুলবেন দার্জিলিংকে

নিউজশর্ট ডেস্কঃ সামনের ছুটিতে নিরিবিলিতে অফবিট লোকেশনে দু’একদিন সময় কাটাতে চাইছেন! একঘেয়ে দীঘা-পুরী গিয়ে বোর হয়ে গিয়েছেন! তাই নতুন ডেস্টিনেশনের সন্ধান করছেন। তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। আজকে আমাদেরএকেবারেই নতুন অফবিট ডেস্টিনেশন(Offbeat Travel Destination) হল কালিম্পং(Kalimpong) জেলার শিকারিটার গ্রাম(Shikartar Village)। নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মনোরম পরিবেশে মন ভরে যাবে আপনার।

কালিম্পং জেলার এক নম্বর ব্লকের নিমং গ্রাম পঞ্চায়েতের দলব চন্দ গ্রামের একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো শিকারিটার। এই এলাকা পর্যন্ত পিকনিক স্পট হিসাবে ভীষণ জনপ্রিয়। আর তাই এবার পিকনিক স্পটের পাশাপাশি নতুন করে পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটি গড়ে উঠছে। এখানে পর্যটকদের থাকার জন্য ১০ টি টেন্টের ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি ছোট বেশ কিছু হোমস্টে আছে। এখানকার স্থানীয় গ্রামবাসীরা এই পর্যটন কেন্দ্র গড়ে তুলছে। এর সঙ্গে গ্রাম পঞ্চায়েত বিশেষভাবে সাহায্য শুরু করেছে।

এখানে থাকা খাওয়া মিলিয়ে একজনের খরচ পড়বে ১২০০ টাকা মতো। এই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে ঘিস নদী। এখানে বসে অনায়াসে সময় কাটানো যায়। এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু টুরিস্ট স্পট ও দেখে আসতে পারবেন। যেমন গরুবাথান, লাভা লোলেগাঁ ও ঝান্ডি। আপনারা চাইলে ওদলাবাড়ি, পাথরঝরাও দেখে আসতে পারেন। এই ঘিস নদীর জলের কলকলানি শব্দ মনমুগ্ধ করে দেবে আপনার। নিভৃতে নিরালায় দু একদিন সময় কাটাতে চাইলে এর থেকে আর আদর্শ জায়গা খুঁজে পাওয়া খুব মুশকিল।

আরও পড়ুন: Travel: নীলগিরি পাহাড়ের উপরে শিবের তীর্থক্ষেত্র, ঘুরে আসুন কলকাতার কাছের এই পূণ্যভূমি থেকে

গত রবিবার এই পর্যটন কেন্দ্রের উদ্বোধন করেছেন নিমক গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবী ডলমা তামাং। এছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ এবং পর্যটকেরা। তিনি বলেছেন যে এখানে রাস্তাঘাট একটু খারাপ রয়েছে তাই বিভিন্ন দপ্তরকে জানিয়েছি পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য যাতে খুব দ্রুত রাস্তাঘাট গুলো মেরামত করা হয়।

কিভাবে যাবেন? এখানে আসতে হলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যেকোনো গাড়ি খুব সহজেই পৌঁছে দেবে শিকারটার  গ্রামে। নিউ জলপাইগুড়ি থেকে এই শিকারটার গ্রামের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। এখানে টেন্ট ছাড়াও বেশ কিছু ছোট হোমস্টে রয়েছে। যেখানে আপনি অনায়াসে থেকে যেতে পারবেন।

Papiya Paul

X