Swasthya Sathi Prakalpa

Swasthya Sathi: ফের বদলে গেল স্বাস্থ্য সাথী প্রকল্পের নিয়ম! এবার সুবিধা নিতে হলে মানতে হবে এই পদ্ধতি

নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকার(State Government) রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একটার পর একটা সরকারি প্রকল্প ঘোষণা করেছেন। আর এই সমস্ত সরকারি প্রকল্পে সুবিধা ভোগ করেছেন সাধারণ মানুষ। এর মধ্যে এমন কিছু প্রকল্প রয়েছে যা নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। এমনই কিছু জনপ্রিয় প্রকল্প হলো কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্প, রূপশ্রী ইত্যাদি প্রকল্প। আজকের এই প্রতিবেদনে স্বাস্থ্য সাথী প্রকল্পের(Swasthya Sathi Prakalpa) কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো।

এই প্রকল্পের আওতায় রাজ্যের বাসিন্দাদের স্বাস্থ্য খাতে খরচের জন্য ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। শুরুতে এই প্রকল্প রাজ্যের গরীব মানুষদের জন্য বরাদ্দ থাকলেও একুশের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল মানুষের জন্য এই প্রকল্প বরাদ্দ করেন। তবে এবার এই প্রকল্পে বেশ কিছু পরিবর্তন এনেছে রাজ্য সরকার। শুরুর সময় থেকে এই প্রকল্পে যাতে কোন রকমের আর্থিক কারচুপি না ঘটে তাই বারে বারে নানারকমের পরিবর্তন আনা হয়েছে।

আর এবার মঙ্গলবারে এমনই একটি নতুন নিয়মের ঘোষণা করা হয়েছে। আর এই নতুন নিয়ম অনুযায়ী এবার আগের মত চটজলদি স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না. এবার টাকা পেতে হলে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হবে রোগী থেকে শুরু করে সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষকে। মূলন এই নিয়মের বদল আনা হয়েছে এমার্জেন্সি অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে।

আরও পড়ুন: সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ, স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বিরাট পরিবর্তন সরকারের

এই নিয়মে বলা হয়েছে দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রোগীকে হাসপাতালে আনতে হবে। আর হাসপাতালে রোগীকে আনার পরে দুর্ঘটনা সংক্রান্ত প্রমাণ সরকারি নথি জমা দিতে হবে। তাহলেই বেসরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। যদি কোন ব্যক্তি নতুন এই নিয়ম না মানেন তাহলে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা এমার্জেন্সি অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে মিলবে না।

Darjeeling

এর পাশাপাশি বেসরকারি হাসপাতালে অপারেশন করার ক্ষেত্রে সেই সমস্ত চিকিৎসকরা অপারেশন করবেন যাদের সরকারি পোর্টালে আগে থেকে নাম নথিভুক্ত রয়েছে। যদি কোন নাম নথিভুক্ত করা সার্জেন অপারেশন না করেন তাহলেও স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা মিলবে না।

Papiya Paul

X