নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে যেকোনো বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি (TRP) অর্থাৎ টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point)। এখনকার দিনে এই টিআরপি তালিকার উপরেই ভাগ্য নির্ধারণ করে অধিকাংশ বাংলা সিরিয়ালের। তাই টিআরপি তালিকার ভালো স্কোর করলে যেমন সেই সিরিয়ালের আয়ু বাড়ে তেমনি লাগাতার টিআরপি কমলে অসময়ে শেষ করে দেওয়া হয় সেই সমস্ত বাংলা সিরিয়াল।
এটাই এখন অধিকাংশ বাংলা সিরিয়ালের ট্রেন্ড তাই এই টিআরপি স্কোরের ওপরেই এখনকার অধিকাংশ বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বৃহস্পতিবারেই প্রকাশ্যে এলো বাংলা সিরিয়ালের টিআরপি স্কোর। এই সপ্তাহের টিআরপির সামনে আসতেই দেখা গেল বিরাট অদল বদল।
টিআরপি তালিকায় আরও একবার নিজেদের পুরনো জায়গা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে স্টার জলসার (Star Jalsha) এককালের বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। তাই এই সপ্তাহের টিআরপি তালিকায় জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’কে (Neem Phooler Madhu) হারিয়ে ৭.৮ স্কোর পেয়েছে অনুরাগের ছোঁয়া। অন্যদিকে এই সপ্তাহে ‘নিম ফুলের মধু’র প্রাপ্ত নম্বর ৭.৭।
তবে টিআরপি তালিকায় ভালো স্কোর করলেও এই সপ্তাহেও জি বাংলার জ্যাস সান্যালকে ধরতে পারলো না কেউই। তাই এই সপ্তাহেও ৯.১ নম্বর নিয়ে আরো একবার বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। আর তারপরেই ৮.৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ‘ফুলকি।’ তবে ফুলকির পরেই এই সাপ্তাহে তৃতীয় স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘গীতা এলএলবি।’
আরও পড়ুন: গোলুমোলু ফুগলা এবার বাংলা সিরিয়ালে! এই জনপ্রিয় সিরিয়ালে দেখা যাবে খুদেকে
এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে ৮.৩ স্কোর। অন্যদিকে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক স্লট না পেলেও ৭ নম্বর নিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। আর তারপরেই যৌথভাবে ৬.৯ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে স্টার জলসার ‘তোমাদের রানী’ এবং জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। আসুন দেখে নেওয়া যাক, চলতি সপ্তাহের সম্পূর্ন টিআরপি তালিকা।
প্রথম – জগদ্ধাত্রী ৯.১
দ্বিতীয় – ফুলকি ৮.৪
তৃতীয় – গীতা এলএলবি ৮.৩
চতুর্থ – অনুরাগের ছোঁয়া ৭.৮
পঞ্চম – নিম ফুলের মধু ৭.৭
ষষ্ঠ – কার কাছে কই মনের কথা ৭.০
সপ্তম – তোমাদের রাণী এবং কোন গোপনে মন ভেসেছে ৬.৯
অষ্টম – কথা এবং সন্ধ্যাতারা ৬.৮
নবম – Love বিয়ে আজকাল এবং জল থই থই ভালোবাসা ৬.৬
দশম – তুমি আশেপাশে থাকলে ৬.২