নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেক মাসে প্রচুর টাকা বিদ্যুতের বিল আসে। আর এই বিদ্যুতের বিল(Electricity Bill) দিতে গিয়ে মাথায় হাত পড়ে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদের। তবে এবার বিদ্যুৎ বিল নিয়ে চিন্তার দিন শেষ হতে চলেছে। কারণ এবার থেকে আর একগাদা টাকা খরচ হবে না। মাত্র এক টাকায় এক ইউনিট বিদ্যুৎ পেয়ে যাবেন।
সম্প্রতি জনপ্রিয় সংস্থা পতঞ্জলির(Patanjali) তরফ থেকে সোলার প্যানেল নিয়ে আসা হয়েছে। এর আগে এই সংস্থা খাবার,তেল, শ্যাম্পু ও অন্যান্য একাধিক পণ্য বিক্রি করেছে। আর এবার সাধারণ মানুষের কথা ভেবে সস্তায় সোলার প্যানেল নিয়ে এসেছে এই সংস্থা। প্রত্যেক মাসে বিদ্যুতের বিল দিতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। আর তাই এবার এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চেয়েছে পতঞ্জলি সংস্থা।
তাই এই সংস্থা চালু করেছে সোলার প্যানেল সিস্টেম। তবে পতঞ্জলির এক কিলোওয়াট সিস্টেমের জন্য প্রথমে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। সোলার সিস্টেম ইনস্টল করার সময় সোলার সিস্টেম ব্যাটারি, ইনভার্টার ছাড়াও আরো বেশ কিছু জিনিসে প্রয়োজন হবে।
মনে রাখবেন পতঞ্জলি সোলার সিস্টেম ইনস্টল করতে সেটাকে ইনভার্টারের সঙ্গে কানেক্ট করতে এসিডিসি আর্থিং তার কেনার জন্য আপনাকে আলাদাভাবে টাকা খরচ করতে হবে। পতঞ্জলির এক কিলোওয়াট সৌর প্যানেল ইন্সটল করার জন্য আপনার প্রায় ৫৭ হাজার থেকে ৮৭ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর এক কিলোওয়াট সৌর প্যানেল ইন্সটল করলে সেটি ৭০০ ওয়াট পর্যন্ত লোড চালাতে সক্ষম হবে।
এর পাশাপাশি আরো অনেক ধরনের সোলার প্যানেল ব্যাটারি প্রস্তুত করতে চলেছে পতঞ্জলি সংস্থা। আপনার কাছে যদি এত বাজেট না থাকে তাহলে ছোট পতঞ্জলি ব্যাটারি অর্থাৎ ১০০ এ্পায়ার ব্যাটারি কিনতে পারেন। বাজারে ১০ হাজার টাকায় এই ব্যাটারি পাওয়া যাচ্ছে। এছাড়া ১৫০ এপিয়ারের ব্যাটারি কিনতে আপনাকে খরচ করতে হবে ১৫ হাজার টাকা। এছাড়া আরো বেশ কিছু ব্যাটারি উপলব্ধ করছে পতঞ্জলি।