নিউজশর্ট ডেস্কঃ দেখতে দেখতে শেষ হতে চলেছে নতুন বছরের প্রথম মাস। আর নতুন বছরে হাড়কাঁপানি ঠান্ডায় জবুথবু অবস্থা রাজ্যবাসীর। তবুও ঘুরতে(Travel) যাবার সময় পেলে একেবারে প্রস্তুত ভ্রমণ পিপাসু পর্যটকেরা। তবে সামনেই আসছে ভ্যালেন্টাইনস ডে উইক। আর এই ফেব্রুয়ারি মাসেও বহু মানুষ এদিক সেদিক ঘুরতে বেরিয়ে পড়েন।
কিন্তু কোথায় বেড়াতে যাবেন তা অনেকেই ভেবে পাচ্ছেন না। বর্তমান সময়ের আবহাওয়ার কথা মাথায় রেখে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের পাহাড়ে। এই সময় পাহাড়ের আবহাওয়া বেশ আরামদায়ক থাকে। আকাশ ঝকঝকে। সারাদিনই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। ঠান্ডার কথা বললে দার্জিলিং আর কলকাতার তাপমাত্রা এখন প্রায় একই রকম থাকে।
এবার প্রশ্ন হল দার্জিলিং-এর ভিড় এড়িয়ে কোথায় যাওয়া যায়? আজকের এই প্রতিবেদনে একটি একদম নতুন অচেনা অজানা জায়গা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই জায়গাটির নাম লোপচু। একেবারে অপরূপ সুন্দর এই জায়গা। এখানে পেশক চা বাগান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। চা বাগানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। এই পেশক চা বাগানের পরেই রয়েছে লোপচু।
আরও পড়ুন: Travel: দার্জিলিং নয়, চলে যান এই ৩ পাহাড়ি গ্রামে, মনের শান্তির সাথেই মিলবে ফুরফুরে আমেজ
এখানে রাস্তার উপরেই বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে। এখানে নেপালিরা বেশি বসবাস করে। আর টেন্টে থাকার বন্দোবস্ত রয়েছে। তাই এডভেঞ্চার উপভোগ করার সুযোগ পেয়ে যাবেন। ফেব্রুয়ারি মাসে যারা ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য এই জায়গা একেবারেই পারফেক্ট হয়ে যাবে।
কিভাবে যাবেন?
এনজিপি থেকে এখানে আসতে হলে তিস্তা বাজার হয়ে আসতে হবে। এখন স্বাভাবিক হয়ে গিয়েছে তিস্তা বাজার। এর কিছুটা দূরেই আছে লোপচু। তাহলে আর দেরি না করে ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ুন এই নতুন লোকেশনের উদ্দেশ্যে।