নিউজ শর্ট ডেস্ক: বলা হয় সুন্দরী মেয়েদের বয়স জানতে নেই। পর্দার ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) অভিনেত্রী অঙ্কিতা মল্লিকও (Ankita Mallick) তার ব্যতিক্রম নন। তবে গুগল বলছে অভিনেত্রীর বয়স ২৩। রবিবার বাংলা সিরিয়ালের এই সুন্দরী অভিনেত্রীর জন্মদিন ছিল। যদিও অঙ্কিতাকে দর্শকরা এখন জ্যাস বা জগদ্ধাত্রী নামেই বেশি চেনেন। আট থেকে আশি সকলেরই পছন্দের অভিনেত্রী অঙ্কিতা। সেই শুরুর দিন থেকেই টিআরবি তালিকায় একেবারে প্রথম দিকেই জায়গা পেয়ে চলেছে জগদ্ধাত্রী।
তাই সপ্তাহের টানা ৭ দিনের শুটিং শুটিংয়ের ব্যস্ততা আর সামনেই জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড-এর ব্যস্ততা এখন তুঙ্গে। তাই এ বছরের জন্মদিনটা কাজের মধ্যেই কাটল অভিনেত্রীর। ২৮ জানুয়ারি নিজের জন্মদিনে হিন্দুস্তান টাইমস বাংলায় অভিনেত্রী জানিয়েছিলেন ‘আজ তো শুটিংয়ে ব্যস্তই ছিলাম। প্যাক আপ হয়ে গিয়েছে। এবার বাড়ির লোকজনের সঙ্গেই সময় কাটাব’।
আসলে এই বছরের জন্মদিনটা কাজের মধ্যেই শুটিং ফ্লোরে কাটানোর পর বাকি সময়টুকু নিজের পরিবারের সঙ্গে কাটিয়েছেন পর্দার জ্যাস। এদিন প্রথমে জগদ্ধাত্রী সিরিয়ালের গোটা টিমের সাথে হৈ-হুল্লোড় করে কেক কাটতে দেখা গেল অঙ্কিতাকে। সঙ্গে পাশে ছিলেন সিরিয়ালের নায়ক স্বয়ম্ভূ অভিনেতা সৌম্যদীপ।
এদিন অভিনেত্রীর পরনে ছিল জিন্স, হাইনেক সাদা সোয়েটার এবং উপরে নীল রঙের হাফ জ্যাকেট। এদিন সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। পাশাপাশি চ্যানেলের ফার্স্ট গার্লকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে চ্যানেল। এদিন পর্দার জ্যাসকে শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে পোস্ট করেছেন তার আন স্ক্রিন হিরো স্বয়ম্ভূ অভিনেতা সৌম্যদ্বীপ। সেই ছবিতে দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকের একটি মিষ্টি মুহূর্ত।
আরও পড়ুন: অর্ণবের সঙ্গে ফের বিচ্ছেদ? এই জনপ্রিয় অভিনেতার সঙ্গে রোম্যান্সে মত্ত ইপ্সিতা!
হাসিমুখে এদিন সৌম্যদ্বীপের মাথায় শিং বানিয়ে পোস্ট দিয়েছেন অঙ্কিতা। প্রসঙ্গত একেবারে শুরু থেকে টিআরপি তালিকার প্রথম দুয়ের মধ্যেই থাকে জগদ্ধাত্রীর নাম। তাছাড়া গতকাল টানা বেঙ্গল টপার হয়ে চলেছে এই সিরিয়াল। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৫ বারের বেশি বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। এখনকার দিনে বেশিরভাগ সিরিয়ালের আয়ু যখন খুবই কম, সেদিক দিয়ে দেখতে গেলে অনেক এগিয়ে জগদ্ধাত্রী। কিছুদিন আগেই এই ধারাবাহিকের ৫০০ পর্ব সম্পন্ন হয়েছে।
View this post on Instagram
টিআরপি তালিকায় জগদ্ধাত্রী সিরিয়ালের এত লম্বা সময় ধরে এক নম্বর স্থান ধরে রাখার রহস্যটা কি? তা জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেছেন ‘এটা সম্ভব হয়েছে দাদা (স্নেহাশিস চক্রর্তী) ও তাঁর লেখনির জন্য।’ সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘টিআরপি অনুপ্রেরণা জোগায়, তবে আমি কিন্তু টিআরপি চার্টের অপেক্ষা করি না। ভগবানের আর্শীবাদে শুরু থেকেই আমরা ভালো ফল করছি, সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের ভালোবাসা বেড়েছে। প্রত্যেকটা চরিত্রের সম্পর্কে সবার এত আগ্রহ, সেটা কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় আমাদের।’