নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে(Travel) যেতে কে না ভালবাসে। একবার ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলেই ব্যাগপত্তর গুছিয়ে রেডি হয়ে যান সকলে। তবে হাতে সময় কম থাকার জন্য অনেকে দূরে কোথাও না গিয়ে কাছে ঘুরতে যেতে পছন্দ করেন। আপনিও যদি এই শীতে অল্প কয়েক দিনের ছুটিতে অফবিট কোনো লোকেশনে(Offbeat Location) ঘুরতে যেতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য।
অনেকেই ঝাড়গ্রামে(Jhargram) ইতিমধ্যেই ঘুরে এসেছেন। তবে ঝাড়গ্রাম বলতে সবার প্রথমে মাথায় আসে বেলপাহাড়ির কথা কিন্তু এই ঝাড়গ্রামে বেলপাহাড়ি ছাড়াও আরো এক সুন্দর জায়গা লুকিয়ে রয়েছে। যেখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। এবার শীতে বেড়িয়ে আসুন ঢাঙিকুসুম(Dhangikusum) । আপনি নিজের পরিবার-পরিজনদের নিয়ে কিংবা প্রিয় মানুষকে নিয়ে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন।
ঝাড়গ্রাম শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে আর ঝাড়খন্ড সীমান্ত থেকে মাত্র ১০০ মিটার দূরে এই জায়গা অবস্থিত। এখানে বুড়িশোল নামক একটি জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের মসৃণ সুন্দর রাস্তায় ঘুরে দেখতে পছন্দ করেন পর্যটকেরা। এই রাস্তাটি শিলদা এবং বেলপাহারির মধ্যে দিয়ে এই পর্যটন কেন্দ্রকে সংযোগ করেছে। যা একটি পাহাড়ের চূড়ার সঙ্গে মিশেছে। এখানে একটি সুন্দর জলপ্রপাত রয়েছে। এই জায়গাটিকে বহু মানুষ মিনি নায়াগ্রা জলপ্রপাত বলে থাকেন।
এই জলপ্রপাতে পৌঁছানোর জন্য ৫ মিনিটের জন্য ট্রেক করতে হবে। আর আপনি যদি একজন এডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারেই পারফেক্ট। এখানে বেশ কিছু আদিবাসী মানুষেরা থাকেন। এখানে থাকার জন্য বেশ কিছু গেস্ট হাউজ এবং কটেজ রয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের আবাসও আছে। এখানে থাকা খাওয়া মিলিয়ে আপনার খরচ ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে যাবে।
কিভাবে পৌঁছাবেন?
এখানে যেতে হলে প্রথমে হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে আপনাকে বেলপাহাড়ি হয়ে ঢাঙিকুসুম পৌঁছাতে হবে। আপনার কাছে বাজেট বেশি থাকলে ঝাড়গ্রাম থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন। এছাড়া গাড়ি ভাড়া করেও ঢাঙিকুসুম পৌঁছে যেতে পারেন।