নিউজশর্ট ডেস্কঃ যে কোন মানুষের ক্ষেত্রে নিজের পরিচিতি বলতে নামের গুরুত্ব রয়েছে প্রচুর। আর সেলিব্রিটিদের ক্ষেত্রে নাম একটি বিরাট ভূমিকা রাখে। আর এই কারণেই অনেকে অভিনয় জগতে আসার আগে নিজের নাম পরিবর্তন করে ফেলেন। এরপর সেই তারকা জনপ্রিয় হওয়ার পর তার পুরনো নাম প্রকাশ পায়।
কিন্তু এমন অনেক তারকা আছেন যারা নাম পরিবর্তন করলেও পদবী পরিবর্তন করেন না। তবে বাংলা টেলিভিশন জগতের এমন একটি অভিনেতা রয়েছেন। যিনি তার আসল পদবীর কথা জানেন না। এই অভিনেতা হলেন বাংলা টেলিভিশনের(Bengali Serial) অন্যতম জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণু(Ranojoy Bishnu)। এই মুহূর্তে যাকে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিককে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
এর আগে স্টার জলসার ‘গুড্ডি’ সিরিয়ালে অভিনয় করে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে অনেকেই হয়তো জানেন না অভিনয় জগতে আসার আগে একজন চিত্রশিল্পী ছিলেন রণজয়। আঁকা শিখিয়ে রোজগার করতেন এই অভিনেতা। কিন্তু পরবর্তীকালে অভিনয় সুযোগ পাওয়ার পর অভিনয়কে নিজের পেশা হিসেবে বেছে নেন তিনি। কিন্তু আজও সময় পেলে রং তুলি নিয়ে ছবি আঁকতে বসে পড়েন এই অভিনেতা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন যে তার আসল নাম রণজয় বিষ্ণু না। বিষ্ণুও তার পদবী নয়, এটি একটি পারিবারিক উপাধি। তার ঠাকুরদা জহরলাল নেহেরুর ইন্টারপ্রেটর ছিলেন। সেখান থেকে এই উপাধি পান অভিনেতার ঠাকুরদা। আর স্বাভাবিকভাবেই বংশপরম্পরায় এই উপাধি উত্তরাধিকার সূত্রে চলে আসছে। তাহলে অভিনেতার আসল পদবী কি? এই প্রশ্ন করায় অভিনেতা বলেন যে তিনি নিজেও জানেন না তার আসল উপাধি কি? বাড়িতে জিজ্ঞাসা করতে হবে। চৌধুরী বা মজুমদার হতে পারে বলে জানিয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অনিকেতের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর এখানে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। টিআরপি তালিকাতেও দুর্দান্ত রেজাল্ট করছে এই সিরিয়াল। আগামী দিনে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন দর্শকেরা।