নিউজ শর্ট ডেস্ক: শীতকাল মানেই ঘোরাঘুরি আর পিকনিক করার আদর্শ সময়। আর শীতের ছুটিতে যারা দূরে কোথায় ঘুরতে যেতে পারেন না তাদের জন্য কলকাতা শহরেই রয়েছে অনেক সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা। যার মধ্যে অন্যতম হলো কলকাতার আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo)। যা শুধু কলকাতা বাসীর কাছেই নয় আকর্ষণের কেন্দ্রবিন্দু দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেও।
কলকাতার বুকেই অবস্থিত এই আলিপুর চিড়িয়াখানাবাংলার দর্শনীয় স্থান গুলির মধ্যে অন্যতম। প্রায় সারা বছরই এখানে আনাগোনা থাকে পর্যটকদের। বিশেষ করে শীতকালে বহু মানুষ ভিড় জমান চিড়িয়াখানায়। বিশেষ করে কচিকাঁচাদের জন্য কলকাতার এই চিড়িয়াখানা অত্যন্ত পছন্দের একটি দর্শনীয় স্থান।
দেশ-বিদেশের হরেক রকম পশু পাখি থেকে শুরু করে বাঘ-সিংহ, গন্ডার,জলহস্তী, ময়ূর, জিরাফ সহ হরেক রকম পাখিদের দেখে দারুণ আনন্দ পায় বাচ্চারা। আর বড়রাও তাদের সাথেই যেন ফিরে পান নিজেদের হারানো ছোটবেলা। তাছাড়া মাঝেমধ্যে চিড়িয়াখানায় আসে নতুন অতিথিরা। তবে শুধু পশু পাখি কিংবা অন্যান্য জীবজন্তু নয়, প্রকৃতিকেও খুব কাছ থেকে উপভোগ করার জন্য অন্যতম আদর্শ একটি জায়গা হল কলকাতার এই চিড়িয়াখানা।
তবে শুধু শীতকালই নয় বছরের বিভিন্ন সময়ে যে কোন সময় কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে ঘুরে আসা যায় আলিপুর চিড়িয়াখানা থেকে। তবে এবার পয়লা ফেব্রুয়ারি থেকেই বদলে গেল আলিপুর চিড়িয়াখানার বেশ কিছু নিয়ম। তাই এবার থেকে কিন্তু সপ্তাহের যে কোনদিনেই ঘুরতে যাওয়া যাবে না।
আরও পড়ুন: কোটিপতি হওয়ার সহজ মন্ত্র! কম টাকা বিনিয়োগে লাভ বেশি, এইভাবে সুরক্ষিত করুন ভবিষ্যৎ
১ ফেব্রুয়ারি থেকে আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ থাকবে চিড়িয়াখানা। আলিপুর কর্তৃপক্ষের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই বিশেষ ঘোষণা করা হয়েছে। তবে ঠিক কি কারণে বৃহস্পতিবার করে চিড়িয়াখানা বন্ধ রাখা হবে? সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে যেকোনো সরকারি ছুটির দিনে এই নিয়ম কার্যকরী হবে না।