নিউজ শর্ট ডেস্ক: কারেন্ট অফ হয়ে গেলে কিংবা পথে ঘাটে যে কোনো জরুরী পরিস্থিতিতে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবের মত ইলেকট্রনিক ডিভাইস গুলোতে চার্জ দেওয়ার জন্য অত্যন্ত জরুরি পাওয়ার ব্যাঙ্ক (Power Bank)। এখনকার দিনে যে কোন ইলেকট্রনিক ডিভাইস (Electronic Device) ইউজারদের কাছে এটি ভীষণ জরুরী। কিন্তু এই পাওয়ার ব্যাংক পুরনো হয়ে গেলেই কিন্তু ঘনিয়ে আসতে পারে বড় বিপদ। তাই যারা দিনের পর দিন একই পাওয়ার ব্যাংক ব্যবহার করে চলেছেন তাদের আরো সতর্ক হওয়া প্রয়োজন।
এই কারণেই পাওয়ার ব্যাঙ্ক পুরনো হলে অবশ্যই তার দিকে নজর দিতে হবে। আজ আপনাদের জানাবো পাওয়ার ব্যাঙ্কে কোন কোন লক্ষণ দেখা গেলে তা খারাপ হয়েছে বলে ধরে নিতে হবে। কারণ দিনের পর দিন কেউ যদি এটি খারাপ হয়ে যাওয়া পুরনো পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে থাকেন তাহলে পাওয়ার ব্যাংক তো যাবে খারাপ হবেই,মোবাইলও নষ্ট হবে, এমনকি বড়সড়ো অগ্নিকাণ্ড ঘটে গিয়ে বিপদ হতে পারে ব্যবহারকারীরও। আসলে পাওয়ার ব্যাঙ্ক যেহেতু একটি ইলেকট্রনিক্স ডিভাইস তাই এর ভিতরে থাকা ব্যাটারি খারাপ হয়ে গেলে ঘটে যেতে পারে বড়সড়ো বিস্ফোরণ।
১. পাওয়ার ব্যাঙ্ক ফুলে যাওয়া: পাওয়ার ব্যাঙ্ক যদি আচমকা ফুলে যায়, তাহলে ভুলেও তা আর ব্যবহার করবেন না। এক্ষেত্রে ওই পাওয়ার ব্যাঙ্কে যখন তখন আগুন লেগে যেতে পারে।
২) লিকেজ: পাওয়ার ব্যাঙ্ক লিক হলেও বড় বিপদ ঘটতে পারে। এর থেকে অনেকসময় বৈদ্যুতিক শক লাগতে পারে কিংবা অন্য কোনও ক্ষতি হতে পারে।
৩) অতিরিক্ত গরম হওয়া: চার্জিং-এর সময় পাওয়ার ব্যাঙ্ক অতিরিক্ত গরম হলে তা সঙ্গে সঙ্গে চার্জ থেকে খুলে নিয়ে রেখে দিতে হবে। চার্জ দেওয়ার সময় এই ডিভাইস বালিশ বা বিছানার উপর না রাখাই ভালো। এতে আরও বেশি গরম হওয়ার সম্ভাবনা থাকে। পাওয়ার ব্যাঙ্ক টেবিলের উপর রেখে চার্জ দেওয়াই ভালো। কিন্তু ১৫ মিনিট পরেও যদি পাওয়ার ব্যাঙ্ক ঠান্ডা না হয় তাহলে তা আর ব্যবহার না করাই উচিত।
আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানার এই নিয়মে বিরাট বদল! এবার সপ্তাহের এই দিন পুরোপুরি বন্ধ থাকবে গেট
৪) কম চার্জ হওয়া: পাওয়ার ব্যাঙ্কে আগের থেকে কম চার্জ হলে পাওয়ার ব্যাকআপ পারফরমেন্স ভাল হয় না। অনেকসময় খারাপ পোর্ট বা কেবলের কারণেও চার্জিং-এর সমস্যা হতে পারে। সেক্ষত্রে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার না করাই ভালো।
৫) বাজে গন্ধ: পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেওয়ার সময় প্লাস্টিকের পোড়া গন্ধ বা গলে যাওয়ার গন্ধ বার হলে অবিলম্বে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা বন্ধ করে দিন। কারণ এরফলে আগুন লেগে ভয়ানক বিপদ ঘটে যেতে পারে।