নিউজশর্ট ডেস্কঃ ফেব্রুয়ারি মাস হল ভালোবাসার মাস। এই সময় এক সপ্তাহ ধরে যে প্রেমের সপ্তাহ চলে সেখানে রোজ ডে রয়েছে। এদিন নিজের প্রিয় মানুষকে গোলাপ দিয়ে ভালোবাসা জানানো হয়। ধরুন এবার শুধু গোলাপ নয় নিজের প্রিয় মানুষকে খুশি করতে গোটা একটা গোলাপ বাগান হাজির করে দিলেন তাহলে ব্যাপারটা মন্দ হবে না।
আসলে আজকে আমাদের ঘুরতে(Travel) যাওয়ার অন্যতম ডেস্টিনেশন হলো বাংলার সব থেকে বড় গোলাপ বাগান। যেখানে প্রায় ৩৫০ রকমের গোলাপ রয়েছে। চলুন আজকের এই প্রতিবেদনে এই নতুন লোকেশন সম্পর্কে আপনাদেরকে জানাই। গোলাপ হল এমন একটি ফুল যে ফুলের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই থাকে। প্রিয় মানুষের মন জয় করতে গোলাপ বিরাট ভূমিকা পালন করে।
আপনারা এই বাগানে গেলে অনেক রকমের গোলাপ দেখতে পাবেন। এখানে দেশি-বিদেশি এত রংয়ের গোলাপ রয়েছে একসঙ্গে আপনি আগে কখনো হয়তো দেখেননি। বাগানে গেলে আপনার মন ভরে যাবে। এত গোলাপ একসঙ্গে দেখার পর চোখ ফেরাতে পারবেন না। এখানে রয়েছে প্রেসিডেন্ট প্রণব গোলাপ, লাল বাহাদুর শাস্ত্রী গোলাপ, ডবল দিডিডি লাইড, কালো বা পিচ কালার গোলাপ, সবুজ ও সুগন্ধি গোলাপ।
আরও পড়ুন: Travel: জমে যাবে ভ্যালেন্টাইন্স ডে! পাহাড়ি এই গ্রামে সঙ্গীর সাথে কাটান সুন্দর মুহূর্ত
প্রায় ২৬ হাজার স্কয়ার ফুট এলাকা জুড়ে চারিদিকে শুধু গোলাপের গাছ। ৪০০০ টিরও বেশি গোলাপের গাছ রয়েছে এখানে। এই বাগানের যা আয়তন এত বড় গোলাপ বাগান বাংলার আর অন্য কোন জায়গায় নেই। এই জায়গাটি হলো হাওড়ার বি গার্ডেন বা আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যান। ২০২০ সাল থেকে এই বাগানের উদ্বোধন ঘটেছে। এরপর থেকে মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে পারছেন।
শীতের মৌসুমে এখানে বহু মানুষ গোলাপবাগান দেখতে আসেন। তবে অনেক মানুষ একসঙ্গে এই বাগানে প্রবেশ করার ফলে ফুল এবং গাছে হাত দেয় যার ফলে বাগানের অনেক ক্ষতি হয়। তাই এই বাগানের সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে যারা বাগানের কোনরকম ক্ষতি না করে গোলাপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাদের জন্য প্রবেশ করার সুযোগ আছে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাগানের মালির সঙ্গে যোগাযোগ করলে ছাড়পত্র মিলে যাবে।