Jio 5G Mobile

Jio 5G Mobile: দেশবাসীর জন্য খুশির খবর! মাত্র ১৫০০ টাকায় এল Jio’র ৫ জি মোবাইল

নিউজ শর্ট ডেস্ক: বাজারে এসে গেল জিওর (Jio) নতুন ফাইভ জি মোবাইল (5G Mobile)। মাত্র দেড় হাজার টাকা দামের এই মোবাইলে পাওয়া যাবে ৭০০০ এমএইচ ব্যাটারি। জিওর অ্যাডভান্সড ফিচারস সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। তাই এখন আমাদের দেশের অধিকাংশ গ্রাহকই সবচেয়ে বেশি জিওর সিম ব্যবহার করেন। এরই মধ্যে বাজারে এসে গেল জিওর নতুন ফাইভ জি মোবাইল।

জিওর এই ফোনে অ্যাডভান্স ফিচারস শুনলে তাক লেগে যাবে যে কারও। অ্যাডভান্স ক্যামেরা আর দীর্ঘমেয়াদী ব্যাটারি সম্পন্ন এই মোবাইল খুবই কম দামে স্টুডেন্ট এবং গরিব মানুষদের কথা ভেবে তৈরি করা হয়েছে। জিওর এই নতুন ফাইভ জি ফোনে পাওয়া যাবে ৪ জিবি র‍্যাম আর ৮ জিবি রোমের দুটো ভেরিয়েন্ট।

ব্যাটারি:

আর এই মোবাইলে পাওয়া যাবে ৭০০০ এমএইচ-এর শক্তিশালী ব্যাটারি। তাই এই মোবাইলে একবার চার্জ দিলেই তা দুদিন পর্যন্ত আরামে চলে যাবে। এই মোবাইলের সাথে দশ ওয়াটের চার্জারও দেওয়া হবে।

জিও,Jio,ফাইভ জি মোবাইল,5G Mobile,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ক্যামেরা:

এই মোবাইলে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এই মোবাইলের সাহায্যে ৪০০০ রেকর্ডিং পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। 

আরও পড়ুন: কমবে বিদ্যুৎ খরচ, বিনামূল্যে বাড়িতে লাগান সোলার প্যানেল, কিভাবে করবেন আবেদন?

ইন্টারনাল মেমরি:

জিওর এই নতুন ফাইভ জি মোবাইলের ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে। এছাড়াও আলাদা ভ্যারিয়ান্টে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে।

জিও,Jio,ফাইভ জি মোবাইল,5G Mobile,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ট্রিপল স্টল

জিওর এই মোবাইলেই পাওয়া যাবে ট্রিপল স্টলের ফেসিলিটি। অর্থাৎ দুটো সিম কার্ডের সাথেই থাকবে একটা মেমোরি কার্ড লাগানোর জায়গা। এই মোবাইলের সাথে দেওয়া হবে ৩.৫এমএম -এর হেডফোন জ্যাক। জিও-র ফাইভ জি মোবাইলে জিও সহ অন্য যে কোন কোম্পানির সিম  লাগিয়ে ব্যবহার করা যাবে। 

Avatar

anita

X