Electricity Bill

Electricity Bill: ফ্রিজ,এসি নাকি গিজার কোনটির জন্য বাড়ছে বিদ্যুতের বিল! জানলে বাঁচবে অনেক টাকা

নিউজ শর্ট ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তির উন্নতির সাথে সাথে এখন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মেশিনের (Electronic Machine) ব্যবহার বাড়ছে। এই তালিকায় রয়েছে ফ্রিজ,টিভি, এসি, গিজার এবং ওভেনের মতো মেশিন। যার ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে অনেক বেশী সহজ করে তোলে।

তবে এই সমস্ত ইলেকট্রনিক মেশিনের ব্যবহারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ। এখনকার দিনে এই সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি আধুনিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। কিন্তু তার জন্য অনেক সময় প্রত্যেক মাসে মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল দিতে হয়।

তাই এই সমস্ত খরচ বিবেচনা করে আধুনিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতির বৈদ্যুতিক শক্তি খরচের দক্ষতা বিচার বিবেচনা করেই সেগুলি বেছে নেওয়া ভালো। যা শুধুমাত্র পরিবেশ রক্ষাই করে না বরং অর্থনৈতিক সঞ্চয়ও নিশ্চিত করে তোলে।এটি শুধুমাত্র পরিবেশ রক্ষাই করে না সেইসাথে অর্থনৈতিক সঞ্চয়ও সুনিশ্চিত করে।

ইলেকট্রনিক মেশিন,Electronic Machine,বিদ্যুতের বিল,Electricity Bill,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এসি বিদ্যুৎ খরচের প্রধান উৎস:

এখনকার দিনে গরম কালে প্রায় প্রতি ঘরে ঘরে এসির ব্যাপক ব্যবহার বেড়েছে। প্রচন্ড গরমের থেকে রেহাই পেতে সকলেই এখন এই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ওপর নির্ভরশীল। এর কম্প্রেসারের শক্তি খরচ ফ্রিজের তুলনায় অনেক বেশি যা বিদ্যুৎ খরচের মূল উৎস।

আরও পড়ুন: বদলে যাচ্ছে দমদম স্টেশনের দৃশ্য, থাকবে এসি ওয়েটিং রুম সহ অনেক সুবিধা, দেখুন ছবি

ফ্রিজ এবং অন্য বৈদ্যুতিক মেশিনের  ব্যবহার: 

অন্যদিকে ফ্রিজের মতো মেশিন একটানা চললেও এর বিদ্যুতের খরচ এসির তুলনায় অনেকটা কম হয়। অন্যদিকে ওভেন কিংবা গিজারের ব্যবহার নির্দিষ্ট সময় পর্যন্তই হয়ে থাকে। এই কারণে এগুলোর বৈদ্যুতিক খরচ সামান্য হয়ে থাকে। এই সমস্ত উপকরণের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে আরো বেশি সুবিধাজনক করে তোলে।

ইলেকট্রনিক মেশিন,Electronic Machine,বিদ্যুতের বিল,Electricity Bill,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কিন্তু এই সমস্ত জিনিসের ব্যবহার করার পদ্ধতি এবং ব্যবহারের সময় এগুলির  বিদ্যুতের খরচকে প্রভাবিত করে। তাই বিদ্যুতের বিল কমানোর জন্য বেশ কিছু উপকরণ বুঝেশুনে কেনা উচিত।  বাজারে উপলব্ধ এই সমস্ত ইলেকট্রনিক উপকরণের স্টার রেটিং দেখেই কেনা উচিত। এগুলি দীর্ঘ সময় ধরে বিদ্যুতের বিলের ওপর খরচ কমাতে সাহায্য করে।

Avatar

anita

X