নিউজশর্ট ডেস্কঃ মোবাইলে রিচার্জের মত প্রত্যেক মাসে টিভির কানেকশন চালু রাখার জন্য ডিটিএইচ রিচার্জ(DTH Recharge) করা হয়। এই ডিটিএইচ রিচার্জের ক্ষেত্রে কিছু চ্যানেল যেমন পয়সা দিয়ে কিনতে হয়, ঠিক তেমনি কিছু চ্যানেল আবার ফ্রিতে পাওয়া যায়। ডিটিএইচ ফ্রি চ্যানেল(DTH Free Channel) তালিকায় অনেক সময় নতুন চ্যানেল যেমন যোগ করা হয়। তেমনি পুরনো চ্যানেল সরিয়ে দেওয়া হয়। ফ্রি চ্যানেল গুলোর তালিকায় নিউজ চ্যানেল এবং বিনোদন চ্যানেল ছাড়া আরো কিছু চ্যানেল রয়েছে।
সারা দেশের ৪ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ ডিটিএইচের গ্রাহক। এই ডিটিএইচ ফ্রী ডিশ ব্যবহারকারী গ্রাহকদের কোনরকম অর্থ দিতে হবে না। বিনামূল্যেই সমস্ত চ্যানেলে অনুষ্ঠান দেখতে পারবেন। ২০০৪ সালে যখন এই ফ্রি ডিশ চালু হয়েছিল। তখন মাত্র ৩৩ টি চ্যানেল ছিল। এরপর এই চ্যানেল তালিকায় আরো অনেক আপডেট করার পর আর অনেক চ্যানেল যুক্ত হয়েছে। বর্তমানে চল্লিশটিরও বেশি রেডিও চ্যানেল দেখতে পাবেন এবং ১৪০ টি টিভি চ্যানেল দেখতে পাবেন।
কোন কোন চ্যানেল উপলব্ধ রয়েছে?
ডিডি নিউজ, ডিডি ন্যাশনাল, ডিডি রেডিও, জি আনমোল, ডিডি বাংলা, লোকসভা, ডিডি মালায়ালাম, ডিডি পাঞ্জাবি, ডিডি ওডিয়া, বিগ ম্যাজিক গঙ্গা, ইন্ডিয়া নিউজ, আজ তক তেজ, বিফোর ইউ মুভি, ডিডি অরুণ প্রভা ছাড়াও আরো অনেক চ্যানেল আছে।
এই ডিটিএইচ ফ্রী চ্যানেলের কি সুবিধা আছে?
এই ডিটিএইচ ফ্রী চ্যানেলে সবথেকে বড় সুবিধা হল নাগরিকদের কোন মাসিক সাবস্ক্রিপশন কিনতে হবে না। অর্থাৎ কোন অর্থ প্রদান করতে হবে না। একাধিক ভাষায় চ্যানেল উপলব্ধ আছে। যার জন্য আপনি আপনার অঞ্চলের ভাষা অনুসারে অনুষ্ঠান দেখতে পারেন। এর সাথে এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যানেল এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন।
ডিটিএইচ ফ্রী চ্যানেলের তালিকা কিভাবে পরীক্ষা করবেন জেনে নিন?
প্রথমত, আপনার স্মার্টফোনে Google Play Store থেকে Jio TV অ্যাপ ডাউনলোড করুন।
এরপরে ডাউনলোড করার পরে এটি খুলুন এবং আপনার মোবাইল নম্বর এবং ওটিপি প্রবেশ করে লগইন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
এখন ডিডি ফ্রি ডিশ-এ উপলব্ধ সমস্ত চ্যানেলের তালিকা আপনার সামনে চলে আসবে।
এখন চ্যানেলগুলো ভালোভাবে চেক করে দেখুন কোন চ্যানেলগুলো নতুন যুক্ত হয়েছে। আর কোন চ্যানেলগুলো পুরনো।
আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চ্যানেলে চলমান যেকোনো অনুষ্ঠান সহজেই দেখতে পারবেন।