Hero

Hero: মাত্র ৭৭ হাজার টাকায় দুর্দান্ত মাইলেজ! হিরোর এই দু’চাকার ঝাক্কাস ফিচার্স ঘুরিয়ে দেবে মাথা

নিউজ শর্ট ডেস্ক: ভারতের বাজারে দাপিয়ে বেড়াচ্ছে দু’চাকার গাড়ি (Two Wheeler)। তাই ইদানিং বাইকের সাথে পাল্লা দিয়েই চাহিদা  বাড়ছে দু’চাকার স্কুটারের। আর তেলের খরচে রাশ টানতে এখনকার বাজার কাঁপাচ্ছে ইলেকট্রিক স্কুটারগুলিও (Electric Scooters)। প্রায় অধিকাংশ সংস্থাই আজকাল তাদের স্কুটারের বৈদ্যুতিক সংস্করণ বাজারে নিয়ে আসছে। যার  মধ্যে অন্যতম হল হিরো (Hero)।

এই কোম্পানিটি সম্প্রতি বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে।হিরোর তরফে সদ্য ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে হিরো অ্যাট্রিয়া (Hero Atria) ইলেকট্রিক স্কুটার। এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটি ভারতের বাজারে উপলব্ধ সবথেকে সেরা মানের  ইলেকট্রিক স্কুটার হতে চলেছে।

এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে একগুচ্ছ অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন  স্মার্ট ফিচার। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার ওডোমিটার ওয়ান টাচ সেল্ফ স্টার্ট, এলইডি ডিসপ্লে, ফগ লাইট এলইডি নাইট ল্যাম্প, হ্যালোজেন ল্যাম্প, টিউবলেস টায়ার মেটাল হুইল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, বুট স্পেস, সাইড ইন্ডিকেটর, ব্যাক লাইটের মত দুর্দান্ত সব ফিচার।

দু'চাকার গাড়ি,Two Wheeler,ইলেকট্রিক স্কুটার,Electric Scooters,হিরো,Hero,হিরো অ্যাট্রিয়া,Hero Atria,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

হিরোর এই অ্যাট্রিয়া ইলেকট্রিক স্কুটারে একটি ৫১.২ ভোল্ট এবং ৩০ এম্পিয়ারের লিথিয়াম আয়ন বাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই স্কুটারে রয়েছে ২৫০ ওয়াটের শক্তিশালী মোটর। শুনতে অবাক লাগলেও এই ইলেকট্রিক স্কুটারটিতে একবার চার্জ দিলেই অনায়াসেই পাওয়া যাবে ৮৫ কিলোমিটারের রেঞ্জ।

আরও পড়ুন: জিও’র ধামাকা অফার! মাত্র ২০ টাকায় আনলিমিটেড নেট, ১৩ টি OTT সহ ৫০০-টি টিভি চ্যানেল

দু'চাকার গাড়ি,Two Wheeler,ইলেকট্রিক স্কুটার,Electric Scooters,হিরো,Hero,হিরো অ্যাট্রিয়া,Hero Atria,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রতি ঘন্টায় এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার। এবার আসি এই দুর্দান্ত স্কুটারটির দামের কথায়। ভারতের বাজারে এই অভিনব ইলেকট্রিক স্কুটারটির দাম ৭৭ হাজার ৬৯০ টাকা। সেদিক দিয়ে দেখতে গেলে এই ইলেকট্রিক স্কুটারটি বাজারে উপলব্ধ অন্যান্য স্কুটারগুলির থেকে অনেকটাই এগিয়ে।

Avatar

anita

X