State Government

State Government: মোদীকে পাল্টা চাল মমতার! ফ্রিতে দেওয়া হবে এই বিশেষ ‘উপহার’, কারা পাবেন সুবিধা?

নিউজশর্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সুবিধার্থে একটি পর একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করছে। দেশের নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষদের সুবিধা দেওয়ার জন্যই কেন্দ্রের একের পর এক প্রয়াস। কেন্দ্রের এই পদক্ষেপের পর রাজ্য সরকার(Government Of West Bengal) ও নিত্যনতুন প্রকল্প চালু করছে।

কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার পরিপ্রেক্ষিতে নতুন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য বাজেটে রাজ্য সরকার এই নিয়ে বড় সুখবর জানিয়েছে। এই ঘোষণায় বলা হয়েছে এবার রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারকে দেওয়া হবে ‘ ধোঁয়াহীন’ উনুন। প্রায় এক কোটি পরিবারকে এই বিশেষ উনুন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগেও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার রাজ্য বাজেটে প্রত্যেকের ঘরের জন্য সুখবর দিলেন তিনি। এক কোটি পরিবারকে বিনামূল্যে এই সুবিধা দেওয়া হবে। আর প্রশ্ন হল কাদের জন্য এই সুবিধা দেওয়া হবে?

আরও পড়ুন: ঘরে বসেই সস্তায় পাসপোর্ট রিনিউ! জানুন খরচ কত? কিভাবে অনলাইনে রিনিউ করবেন?

জানা গিয়েছে, ব্লক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে। কাদের যোগ্য মনে করা হচ্ছে এই প্রকল্পের আওতার জন্য সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
কিভাবে করবেন আবেদন?
এক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে বিডিওর কাছে আবেদন করতে হবে।
সরকারি সমস্ত পরিচয় পত্র জমা করতে হবে।

Gas Burner

এই প্রসঙ্গে পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানী জানিয়েছেন যে সকলের ক্ষমতা নেই বেশি দামে গ্যাস কেনার। প্রধানমন্ত্রী গ্যাসের দাম হয়তো ভোটের আগে কমাবেন। তারপর আবার বাড়িয়ে দেবেন। তাই আমরা এটা করছি।

Papiya Paul

X