নিউজশর্ট ডেস্ক: ভারতীয় নাগরিক(Indian Citizen) হিসেবে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে পরিচিত। এখন যে কোন কাজেই আধার কার্ড(Aadhaar Card) প্রয়োজন হয়। তাই প্রতিটি নাগরিকেরই আধার কার্ড করিয়ে নেওয়া বাধ্যতামূলক। প্রাপ্তবয়স্ক নাগরিক থেকে শুরু করে ছোট শিশু সকলের জন্যই রয়েছে আধার কার্ড।
ঠিক যেমন ৫ বছরের কম শিশুদের জন্য রয়েছে নীল আধার কার্ড(Blue Aadhaar Card)। ভারতে এটি একটি নীল রঙের কার্ড হিসেবে গণ্য হয়েছে। তবে এই নীল আধার কার্ডে শিশুদের জন্য বায়োমেট্রিকের প্রয়োজন নেই। এই কার্ড করার জন্য আপনাকে নিকটস্থ আধার তালিকাভুতি কেন্দ্রে গিয়ে আপনার সন্তানের জন্য এই কার্ডের আবেদন করতে হবে।
কোথায় এই আধার তালিকাভুক্তি কেন্দ্র রয়েছে তা জানার জন্য আপনি এবং অন্যান্য তথ্য জানতে হলে UIDAI এর ওয়েবসাইটে যেতে পারেন। আর এই নীল আধার কার্ড করার জন্য আপনার প্রয়োজনীয় বেশকিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে।
যার মধ্যে রয়েছে শিশুদের জন্ম তারিখ, আপনার পরিচয় পত্রের প্রমাণ, ঠিকানা এবং আপনার সন্তানের সাম্প্রতিক ছবি। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে পারলে আপনার সন্তানের জন্য একটি নীল আধার কার্ড তৈরি হয়ে যাবে।