Wi-Fi

WiFi: লাগবে না পাসওয়ার্ড! এবার যেখানে সেখানে যখন খুশি বিনামূল্যে মিলবে WIFI! জানুন কিভাবে?

নিউজ শর্ট ডেস্ক: খুব সহজ একটি পদ্ধতিতে যে কোন স্থানে, যে কোন সময় বিনামূল্যে Wi-Fi (Free Wi-Fi) পাওয়া যায়। কোনো হোটেল হোক কিংবা রেস্টুরেন্ট  খুব সহজেই  এই পদ্ধতিতে আশপাশের পাবলিক Wi-Fi খুঁজে পাওয়া যেতে পারে। জানলে অবাক হবেন নিজের বাড়িতে বসেও এই ফ্রি Wi-Fi-এর সুবিধা নেওয়া যেতে পারে। তার জন্য কাছাকাছি কোনো পাবলিক Wi-Fi কানেকশন থাকা জরুরি।

আসুন জানা যাক কিভাবে আপনি খুব সহজেই এই Wi-Fi কানেকশন খুঁজে পাবেন?

তার জন্য প্রথমেই খুঁজতে হবে পাবলিক Wi-Fi. সেটা কোনো পাবলিক লাইব্রেরি,রেলওয়ে স্টেশন,জিম,কলেজ কিংবা রেস্টুরেন্ট-ও হতে পারে।

কিভাবে কানেক্ট করতে হবে?

বিনামূল্যে Wi-Fi ব্যবহার করার জন্য প্রথমেই সেটিং-এ যেতে হবে। এরপর Wi-Fi-এর সেটিং অন করে নেটওয়ার্ক সার্চ করতে হবে।

বিনামূল্যে Wi-Fi,Free Wi-Fi,পাবলিক Wi-Fi,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

দরকার হবে না পাসওয়ার্ডের

এইভাবে সামনে আসা লিস্ট থেকে পাবলিক Wi-Fi-এ ক্লিক করতে হবে। এখানে পাসওয়ার্ড দেওয়ার দরকার পড়বে না। তবে এক্ষেত্রে OTP না আসা পর্যন্ত অনেকবার লগইন করতে হবে। তার জন্য বেশ কয়েকবার নিজের মোবাইল নম্বর এন্টার করতে হবে। এরপরেই মোবাইলে ওটিপি চলে আসবে।

আরও পড়ুন: সস্তায় দুর্দান্ত প্যাকেজ দিচ্ছে IRCTC, আন্দামান ভ্রমণের এই সুযোগ হাতছাড়া করলে চরম মিস

ইন্টারনেট কীভাবে কানেক্ট হবে?

OTP কনফার্ম হওয়ার পরেই মোবাইল ফোন কিংবা অন্য ডিভাইস খুব সহজেই ফ্রি Wi-Fi-তে কানেক্ট হয়ে যাবে। যা যে কেউ খুব সহজেই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন।

বিনামূল্যে Wi-Fi,Free Wi-Fi,পাবলিক Wi-Fi,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সতর্কতা: 

তবে এক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে যা সম্পর্কে খেয়াল রাখা জরুরি। যে কোনো পাবলিক Wi-Fi ব্যবহার করার আগে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আপনাকে ডেটা নিয়ে কম্প্রোমাইজ করতে হতে পারে। এখানে বলে রাখি এমন কিছু অ্যাপ রয়েছে যা গ্রাহকদের বিনামূল্যে Wi-Fi তথ্য দিয়ে থাকে।  বিনামূল্যে Wi-Fi নেটওয়ার্ক খুঁজে পেতে Wi-Fi ম্যাপ এবং Instabridge ব্যবহার করা যেতে পারে।

Avatar

anita

X