নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (India Rail) আমাদের দেশের লাইফলাইন। এই ট্রেনে চেপেই প্রতিদিন দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে কোটি কোটি মানুষ সফর করেন। তাই যাত্রীদের সফর আরামদায়ক ও নিরাপদ করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন নিয়ম চালু করেছে ভারতীয় রেল। সাধারণত দূরপাল্লার ট্রেন (Express Train) গুলিতে যাত্রীদের সফর অনেক লম্বা হয়ে থাকে।
তাই এখনকার দিনে অনেক যাত্রী ট্রেনে বসেই মোবাইল ফোন এবং ল্যাপটপ চার্জে বসিয়ে থাকেন। তাই এখন ট্রেন যাত্রীদের জন্য প্রতিটি সিটেই বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস চার্জে দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেকেই জানেন না ভারতীয় রেলের বিশেষ নিয়ম অনুযায়ী দূরপাল্লার ট্রেনে শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্যই এই ডিভাইস গুলি চার্জ দেওয়া যায়।
আসলে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনে নিৰ্দিষ্ট সময়ের জন্যই চার্জিং করা যাবে। তাই ট্রেনে সফর করার সময় আগে থেকেই ফোন এবং ল্যাপটপ চার্জ করে বাড়ি থেকে বেরোনোই ভালো।
কেন এমন নিয়ম?
ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী দুপাল্লার সমস্ত যাত্রীদের রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যেই ট্রেনে মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জে বসানো নিষেধ। আসলে এই সময়টা সমস্ত যাত্রীদের ঘুমানোর সময়। আর অধিকাংশ যাত্রীই এই সময় তাদের ফোন চার্জে বসিয়ে দিয়ে খুলতে ভুলে যান। আর কেউ যদি রাতে ল্যাপটপ চার্জে রেখে ঘুমাতে যায় তবে তা থেকে শর্ট সার্কিট হতে পারে। তাই দুর্ঘটনা এড়াতেই ভারতীয় রেল যাত্রীদের রাতে ফোন চার্জে বসাতে নিষেধ করে।
আরও পড়ুন: লাগবে না পাসওয়ার্ড! এবার যেখানে সেখানে যখন খুশি বিনামূল্যে মিলবে WIFI! জানুন কিভাবে?
কেন এই নিয়ম চালু হয়েছে?
ভারতীয় রেলের এই নিয়ম কিন্তু নতুন নয়। অনেক আগে থেকেই এই নিয়ম ছিল। ২০১৪ সালেই তৎকালীন রেলওয়ে নিরাপত্তা কমিশনার এই সুপারিশ করেছিলেন। সেসময় বেঙ্গালুরু-হুজুর সাহেব নন্দেদ এক্সপ্রেসে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর এই সুপারিশ করেছিল রেল বোর্ড। কাজেই, এই নির্দেশগুলি নতুন নয়। রেল বোর্ডের আগের নির্দেশের পুনরাবৃত্তি মাত্র।
প্রাণ হানির আশঙ্কা
অনেক সময় ভোল্টেজ খুব কম হওয়ার কারণে ট্রেনে ল্যাপটপ কিংবা মোবাইলের ডিভাইস চার্জ দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয় ট্রেনে হাই ভোল্টেজের ইলেকট্রনিক ডিভাইস চার্জ দিলে শর্ট সার্কিট কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। যার ফলে একসাথে ট্রেনে থাকা সমস্ত যাত্রীদের প্রাণের ঝুঁকি বেড়ে যায়। ২০২৩ সাল থেকেই ট্রেনের কামরায় রাতে মোবাইল এবং ল্যাপটপ চার্জ বসানো নিষিদ্ধ করা হয়েছে ।
কি শাস্তি হয়?
রেলওয়ে আইনের ১৪৭ ধারা অনুসারে,যদি কোনো যাত্রী ট্রেনে নিষিদ্ধ কোনো জিনিস ব্যবহার করে, তাহলে তাকে এক হাজার টাকা জরিমানা তো দিতেই হবে সেইসাথে হবে ৬ মাসের জেল।