নিউজশর্ট ডেস্ক: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা বিএসএনএল(BSNL)। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় বিএসএনএল টিকে থাকার জন্য গ্রাহকদের কম দামে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি এই সংস্থা একটি সস্তার STV প্ল্যান লঞ্চ করেছে।
আপনি যদি BSNL-এর একটি দীর্ঘমেয়াদী প্ল্যান খুঁজে থাকেন। তাহলে এই ৯০ দিনের রিচার্জ প্ল্যানটি গ্রহণ করতে পারেন। চলুন তাহলে এই রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা দেওয়া হচ্ছে তা জেনে নেওয়া যাক।
৯০ দিনের রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানের জন্য গ্রাহককে খরচ করতে হবে ৯১ টাকা। এই প্ল্যানে গ্রাহককে কল করার জন্য প্রতি মিনিটে ১৫ পয়সা চার্জ করা হবে। এছাড়া আপনি যদি ডেটা ব্যবহার করতে চান, তাহলে প্রতি এমবি এক পয়সা অর্থাৎ ১ জিবির জন্য ১০.২৪ টাকা চার্জ করা হবে। এছাড়া প্রতিটি এসএমএসের জন্য ২৫ পয়সা চার্জ করা হবে।
আরও পড়ুন: ঘরে বসে এই প্যাকিজিংয়ের কাজ করে হয়ে যান মালামাল, মহিলাদের ইনকামের জন্য দুর্দান্ত সুযোগ
বিএসএনএল ৯০ দিনের আরো একটি প্ল্যান রয়েছে যার জন্য আপনাকে খরচ করতে হবে ৪৯৯ টাকা। গ্রাহকরা ৩০০ টি এসএমএস এবং বিনামূল্যে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন। আপনি শুধুমাত্র কলি-এর জন্য কোন প্ল্যান খুঁজে থাকেন, তাহলে এই প্ল্যানটি গ্রহণ করতে পারেন।