BSNL

BSNL: মাত্র ১০৮ টাকার রিচার্জে চলবে টানা ৬০ দিন, BSNL-র প্ল্যানে চমকে গেল Jio, Airtel!

নিউজশর্ট ডেস্ক: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থাগুলোর মধ্যে প্রথম সারিতেই নাম রয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার। তবে এই তিনটি কোম্পানি ছাড়াও আরো একটি সস্তার সরকারি টেলিকম সংস্থা হল বিএসএনএল(BSNL)। টেলিকম বাজারে এই প্রতিযোগিতার সঙ্গে লড়াইতে টিকে থাকার জন্য নিত্যনতুন সস্তায় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা।

আপনি যদি একজন বিএসএনএল গ্রাহক হন এবং একটি সস্তার রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন। যেটির মেয়াদ বেশি দিনের রয়েছে এবং ইনকামিং সুবিধা ও বিনামূল্যে পাওয়া যাবে। তাহলে বিএসএনএলের এই নতুন রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন। চলুন তাহলে এই রিচার্জ প্লান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL-এর রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্ল্যানের বৈধতা রয়েছে ৬০ দিনের। এর সঙ্গেই কলিং এবং ডেটার সুবিধাও পাওয়া যাবে। আপনি যদি আপনার ফোনে দুটো সিম ব্যবহার করে থাকেন এবং দ্বিতীয় সিমটি বিএসএনএলের হয় এবং একটি দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজে থাকেন তাহলে এই প্ল্যানটি অবশ্যই গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন এই প্ল্যান রিচার্জ করলে কলিং-এর ক্ষেত্রে আপনি শুধুমাত্র রাজ্যের কল করতে পারবেন।

BSNL

আরও পড়ুন: ডুয়ার্স নয়, নিরিবিলি এই জঙ্গলে সময় কাটান পাখি-হরিণের মাঝখানে, মিলবে নৌকা ভ্রমনের সুযোগ

আর এর সঙ্গে ১ জিবি ডাটা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আপনি ৫০০টি এসএমএসের সুবিধা পাবেন। যদি আপনার ডাটা শেষ হয়ে যায় তাহলে আপনাকে প্রতি এমবি ডেটার জন্য ২৫ পয়সা চার্জ দিতে হবে।

BSNL

এটি ছাড়াও আরেকটি দীর্ঘমেয়াদি প্ল্যান এনেছে বিএসএনএল। যেটির বৈধতা ৩৬৫ দিনের। এই প্ল্যানটি নিতে গেলে আপনাকে খরচ করতে হবে ৩২১ টাকা। এর মধ্যে কলিং, ডাটা এবং এসএমএসের সুবিধা দেওয়া হবে।

Papiya Paul

X