নিউজ শর্ট ডেস্ক: এখন রাস্তাঘাটে বেরোলে মানুষের থেকেও যেন বেশি চলে গাড়ি। তবে ভারতের বাজারে কিন্তু বাইকের বিক্রি অনেক বেশি। এর পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত দু-চাকার গাড়ি গুলি অনেক সস্তা হয়। দ্বিতীয়ত এই বাইক চালানোও এখন অনেক বেশি সহজ। সব থেকে মজার বিষয় হল বাইক নিয়ে যে কোনো সরু রাস্তা কিংবা গলির মধ্যেও ঢুকে পড়া যায়।
যদিও এখন এই দু-চাকা গুলির দাম অনেক বেড়ে গিয়েছে। মূল্য বৃদ্ধির কারণে এখন প্রায় সব কোম্পানিই দু-চাকা গুলির দাম বাড়িয়ে দিচ্ছে। তাই কেউ যদি সস্তায় গাড়ি কিনতে চান তাহলে আজকের এই প্রতিবেদনই অবশ্যই পড়তে হবে।
আমরা জানি ভারতের বাজারে হিরো স্প্লেন্ডার প্লাসের (Hero Splendor Plus) বিক্রি অনেক বেশি হয়। তাই সেকেন্ড হ্যান্ড বাইকের বাজারেও এই বাইকের ডিম্যান্ড অনেক বেশি। তাই বোঝাই যাচ্ছে অধিকাংশ গ্রাহকদেরই এই বাইক খুব পছন্দ।
হিরো স্প্লেন্ডার কেন সেরা?
যদি কেউ একইসাথে ভাল লুক, মাইলেজ এবং ফিচার চান তাহলে তার জন্য এই বাইক’টিই আদর্শ। তবে আজই যদি কেউ এই বাইক কেনার জন্য শোরুমে যান তাহলে এই বাইকটি তিনি ৯০ হাজার টাকায় পেয়ে যাবেন। যা অনেক বেশি। কিন্তু অনেকেরই এতো টাকা বাজেট থাকে না। তাই অনেকেই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকেই এই বাইক কিনতে বেশি পছন্দ করেন।
আরও পড়ুন: এই পলিসি থাকলেই কেল্লাফতে, LIC-তে মিলবে প্রচুর টাকা! শুধু করুন এই কাজ
কারণ এই সেকেন্ড হ্যান্ড মার্কেটে হিরো স্প্লেন্ডার অনেক কম দামে পাওয়া যায়। এখানে এই বাইকের দাম শুরু ২০ হাজার টাকা থেকে। তবে একথাও ঠিক সেকেন্ড হ্যান্ড মার্কেটে ৫০ হাজার টাকাতেও বাইক কিনতে পাওয়া যায়। মডেল নম্বর এবং বাইকের অবস্থার ওপরেই এর দাম নির্ভর করে।
কম দামে কোথায় পাওয়া যাচ্ছে?
OLX-এও হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র ২০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এটি ২০১২ সালের মডেল। এই বাইক ডুয়াল টোন কালারের মধ্যেপাওয়া যায়। এই বাইক লখনউ-এর লোকেশনে বিক্রি করা হচ্ছে। এই বাইকটি এখনও পর্যন্ত তিন হাজার কিলোমিটার থেকে বেশি দূরত্ব অতিক্রম করেছে। চাইলে এটি আজই OLX-এর ওয়েবসাইটে গিয়ে কেনা যেতে পারে।
এছাড়াও ‘বাইক দেখো’তেও খুব কম দামে পাওয়া যাচ্ছে হিরো স্প্লেন্ডার। এখানে এই গাড়ির দাম মাত্র ৩৫ হাজার টাকা। এই বাইকটি ২০১৭ সালের মডেল। যা এখনও বেশ ভাল কন্ডিশনে আছে। এটা অনেকটাই কাজ চলে গেছে। আপনি এটা দিল্লি এনসিআর লোকেশনে আজও কিনতে পারেন। আপনার সাইটটিতে যেতে পারেন। এই বাইকটি দিল্লি এসিআর রোডে আজও কিনতে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট থেকেই এই বাইকের সমস্ত ডিটেইলস পাওয়া যাবে।