নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। প্রতিনিয়ত ট্রেনে সফর করেন লক্ষ লক্ষ ভারতীয়রা। বর্তমানে আমাদের দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে শিরা ধমনির মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেল নেটওয়ার্ক। তাই কাছের হোক কিংবা দূরের যে কোনো সফরের জন্য ভারতীয়দের একমাত্র ভরসা এই ট্রেন। স্বাধীনতার আগে ইংরেজদের হাত ধরে ভারতীয় রেলের সফর শুরু হলেও বিগত কয়েক দশকে আমূল পাল্টে গিয়েছে ভারতীয় রেলের খোল নলচে।
সময়ের সাথে সাথে বিরাট পরিবর্তণ এসেছে রেলের একাধিক পরিষেবাতেও। যাত্রীদের সুযোগ-সুবিধার কথা ভেবেই একাধিক পরিবর্তন এসেছে ভারতীয় রেলে। এখন যাত্রীদের সফর আরও বেশি আরামদায়ক এবং নিরাপদ করে তুলতে প্রতিনিয়ত সচেষ্ট থাকে ভারতীয় রেল-কর্তৃপক্ষ। এসবের পাশাপাশি ভারতীয় রেল এককথায় বহু অজানা তথ্যের ভান্ডার।
রেলের ইঞ্জিন থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরিকাঠামো তৈরির পিছনে খরচ হয় বিরাট অংকের টাকা। ব্যতিক্রম নয় ট্রেনের চাকাও। তাই অনেক কৌতুহলী যাত্রী জানতে চান ভারতীয় রেলের এই এক একটা চাকার (Train Wheels) মূল্য (Price) কত? কিম্বা এগুলির ওজনই বা কত হয়? আসুন আজকের প্রতিবেদনে বিস্তারিত জানা যাক ভারতীয় রেলের এই চাকা সম্পর্কে।
জানেন ট্রেনের একটা চাকার দাম কত হয়?
ভারতে রেলগাড়ির একটা বগিতে মোট ৮ টা চাকা লাগানো থাকে। বহু বছর ধরেই ভারত অন্যান্য দেশ থেকে ট্রেনের এই চাকা আমদানি করে আসছে। তবে এখন ভারত নিজে থেকেই এই চাকা তৈরি করছে। অনেকেই হয়তো জানেন না ২০২২ সালে ভারতেও ট্রেনের চাকা তৈরির একটি কারখানাও শুরু হয়েছিল।
আরও পড়ুন: ট্রেনে লাগেজ হারালে কোথায় গেলে ফেরত পাবেন? সঠিক উপায় জানলে কাজে লাগবে আপনার
কিন্তু কখনও ভেবে দেখেছেন ট্রেনের এই এক একটি চাকার দাম কত?
ভারতীয় রেল মন্ত্রকের একজন আধিকারিক জানিয়েছেন, ২০২২ সালে আমদানি করা একটি চাকার দাম ছিল ৭০ হাজার টাকা। ট্রেনের এই এক একটি চাকার ওজন প্রায় ৪০০ কেজি। ভারতে ব্যবহৃত এই ট্রেনের চাকা গুলি স্টিলের তৈরি। এখানে বলে রাখি ট্রেনের এক একটি বগিতে ৮ টি চাকা থাকে, সেগুলির মোট খরচ প্রায় ৫.৬ লক্ষ টাকা।