নিউজ শর্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) রেজাল্ট বেরোনোর দিন। প্রতি সপ্তাহের মতোই এসে গেল চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকা অর্থাৎ টার্গেট রেটিং পয়েন্ট (Target Ratting Point)। যা আসতেই দেখা গেল আবার জি বাংলা বাংলার সামনে হেরে ভূত স্টার জলসার সুপার হিট মেগা সিরিয়াল গুলি। এই সপ্তাহেও ৮.৯ পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষস্থান নিজেদের দখলেই রেখেছে জি বাংলার (Zee Bangla) ফার্স্ট গার্ল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)।
আর তারপরেই সবাইকে ছাপিয়ে ৮.৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। আর ফুলকির পরেই তৃতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার ‘নীম ফুল মধু’র নাম। সপ্তাহে ৮.২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এই সিরিয়ালটি। কাজে বোঝাই যাচ্ছে এই সপ্তাহে টিআরপি তালিকায় সেরা তিনে কোথাও নাম গন্ধ নেই স্টার জলসার সুপারহিট মেগা সিরিয়াল গুলির।
তবে এই সপ্তাহে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করে নিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। তারপরেই পঞ্চম স্থানে উঠে এসেছে স্টার জলসার এককালের বেঙ্গল টপার মেগা সিরিয়াল অনুরাগের ছোঁয়া। দেখতে দেখতে ইতিমধ্যে দু বছর পার করে ফেলেছে এই জনপ্রিয় মেগা সিরিয়াল।
এই সপ্তাহে বিগত বেশ কিছুদিন টিআরপি তালিকায় পিছিয়ে থাকার পর অবশেষে আবার ঘুরে দাঁড়িয়েছে গোটা অনুরাগের ছোঁয়ার টিম। এই সপ্তাহে ৭.৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের পছন্দের এই বাংলা সিরিয়াল।
এই সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে ৭.৪ পয়েন্ট। আর তারপরেই এই সপ্তাহে সপ্তম স্থানে যৌথভাবে জায়গা পেয়েছে জি বাংলা এবং স্টার জলসার দুই জনপ্রিয় সিরিয়াল। যার মধ্যে একটি হল জি বাংলার কার কাছে কই মনের কথা, আর অন্যটি হলো স্টার জলসার কথা।
আরও পড়ুন: শাড়ি ছেড়ে ঘাগড়া-চোলিতে উন্মুক্ত নাভি, নিম ফুলের মধু’র নায়িকার ছবি সুপার VIRAL
এই সপ্তাহে এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৮। আর তারপরেই ৬.৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান দখল করেছে স্টার জলসার সন্ধ্যাতারা। এরপরেই ৬.৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে স্টার জলসার জলসার জল থই থই ভালোবাসা। তবে এই সপ্তাহে বেশ অনেকটাই নম্বর কমেছে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল তোমাদের রাণীর। এই সপ্তাহে এই ধারাবাহিক ৬.২ নম্বর পেয়ে নেমে এসেছে একেবারে দশম স্থানে।
আসুন দেখে নেওয়া সেরা ১০ টিআরপি-র তালিকা-
প্রথম: জগদ্ধাত্রী ৮.৯
দ্বিতীয়: ফুলকি ৮.৭
তৃতীয়: নিম ফুলের মধু ৮.২
চতুর্থ: গীতা LLB ৮.০
পঞ্চম: অনুরাগের ছোঁয়া ৭.৮
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে ৭.৪
সপ্তম: সন্ধ্যাতারা ৬.৬
অষ্টম: জল থই থই ভালোবাসা ৬.৫
নবম: কার কাছে কই মনের কথা এবং কথা ৬.৪
দশম: তোমাদের রাণী ৬.২