নিউজ শর্ট ডেস্ক: তেলের খরচ বাঁচাতেই বাজারে এখন বাড়ছে ইলেকট্রিক স্কুটারের (,Electric Scooters) রমরমা। প্রতিশ্রুতি মতোই ফেব্রুয়ারিতেই একেবারে নতুন রূপে লঞ্চ করা হয়েছে কিনেটিক লুনা (Kinetic Luna) ইলেকট্রিক স্কুটার। বহু বছর নতুন অবতারে লঞ্চ করা হয়েছে এই টু হুইলার। তবে বাজারে আরও একাধিক ইলেকট্রিক স্কুটার রয়েছে। যার মধ্যে অন্যতম ওকিনাওয়া ডুয়াল 100 এবং ওডিসি ট্রট। একনজরে দেখে নেওয়া যাক এই স্কুটারগুলির দাম এবং ফিচার্স।
কিনেটিক লুনা ইলেকট্রিক স্কুটারটি লম্বায় ১৯৮৫ মিলিমিটার এবং চওড়ায় ৭৩৫ মিলিমিটার। এই বাইকটি উচ্চতায় 1036 মিলিমিটার। সেইসাথে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৭০ মিলিমিটার এছাড়াও রয়েছে ১৫০ কেজি লোডিং ক্যাপাসিটি।
এছাড়াও রয়েছে ওকিনাওয়া ডুয়াল ১০০ মডেলের ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটি আয়তনের দিক থেকে লম্বায় ১৭৮৮ মিলিমিটার এবং চওড়ায় ৭০০ মিলিমিটার। এই বাইকটি উচ্চতায় ১১২০ মিলিমিটার। সেইসাথে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ২০৫ মিলিমিটার। এছাড়াও এই স্কুটারে রয়েছে ১৫০ কেজি লোডিং ক্যাপাসিটি।
বাজারে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি ইলেকট্রিক স্কুটার হল ওডিসি ট্রট। আয়তনের দিক থেকে এই স্কুটারটি ১৮২০ মিলিমিটার লম্বা এবং ৭০০ মিলিমিটার চওড়া। উচ্চতায় বাইকটি ১১০০ মিলিমিটার। সেইসাথে ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে বাইকটির। এছাড়াও এই স্কুটারে রয়েছে ২৫০ কেজি লোডিং ক্যাপাসিটি।
আরও পড়ুন: শুধু লাগবে লেবু আর জল, এই ব্যবসা করলে মাসে আয় ৫০ হাজার টাকা!
ব্যাটারির তুলনা
আসুন দেখে নেওয়া যাক এই তিনটি ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্যাকের মধ্যে কী কী পার্থক্য রয়েছে? এই স্কুটারগুলির সর্বোচ্চ গতি এবং রেঞ্জের মধ্যেই বা কি কি পার্থক্য রয়েছে?
কিনেটিক লুনা ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম-আয়ন ব্যাটারি টাইপ রয়েছে। এছাড়া এই ইলেকট্রিক স্কুটারে ২kwh ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে। এই ই-স্কুটারটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৫০ কিমি। এছাড়াও এই স্কুটারটির রেঞ্জ রয়েছে ১০০-১১০ কিমি। কিনেটিক লুনা একবার পুরো চার্জ হতে মোট সময় নেয় ৪ ঘন্টা।
এছাড়াও ওকিনাওয়া ডুয়াল ১০০ মডেলের ইলেকট্রিক স্কুটারে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি টাইপ। রয়েছে ৩.১২ kwh ব্যাটারি ক্যাপাসিটি। এই ই-স্কুটারটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৬০ কিমি। এছাড়াও এই স্কুটারটির রেঞ্জ ১২৯ কিমি। এই স্কুটার একবার পুরো চার্জ হতে মোট সময় লাগে ৬ ঘন্টা।
এছাড়াও ওডিসি ট্রট ই-স্কুটারে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি টাইপ। এই স্কুটারে রয়েছে ১.৯২ kwh ব্যাটারি ক্যাপাসিটি। এই স্কুটারটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫ কিমি। এই স্কুটারটির রেঞ্জ ৭৫ কিমি। এই স্কুটারটি একবার পুরো চার্জ হতে মোট সময় লাগে সাড়ে তিন ঘন্টা।
এই তিনটি স্কুটারের দাম কত?
জানা যাচ্ছে নতুন রূপে সদ্য লঞ্চ হওয়া কিনেটিক লুনা ইলেকট্রিকের দাম ৬৯,৯৯০ টাকা থেকে ৭৪,৯৯০ টাকা। এই স্কুটারটি দুটি ভ্যারিয়েন্টে কেনা যাবে। ওকিনাওয়া ডুয়াল-100 মডেলের দাম ১.১৯ লাখ টাকা আর ওডিসি ট্রটের দাম ৯৯,৯৯৯ টাকা।