Jio

Jio: এক রিচার্জে চলবে টানা এক বছর, Jio-র এই ৩ টি অফার শুনলে লুফে নেবেন আপনিও

নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একটার পর একটা সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান নিয়ে আসছে রিলায়েন্স জিও(Jio)। আর এই কারণেই অন্যান্য টেলিকম সংস্থার থেকে সবথেকে বেশি গ্রাহক সংখ্যা আছে  জিওর। প্রায় ৪৪ কোটি গ্রাহক রয়েছে এই সংস্থার। আর এবার গ্রাহকদের সুবিধার জন্য দীর্ঘমেয়াদি কিছু প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা।

চলুন তাহলে এই প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক-

Jio-র ৩২২৭ প্ল্যান:  জিও’র এই ৩২২৭ টাকার প্ল্যানে একবার রিচার্জ করলেই পেয়ে যাবেন এক গুচ্ছ অফার। ৩৬৫ দিনের বৈধতার সাথেই যে কোনো নেটওয়ার্কে ফ্রি ভয়েস কল করার সুবিধা পাওয়া যায়। এই রিচার্জ প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল এই প্ল্যানে একবার রিচার্জ করা হলে এক বছরের জন্য রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়।

এই রিচার্জ প্ল্যানে কোম্পানি প্রতিদিন ২জিবি ডেটা দিচ্ছে। সেই সাথেই রোজ ১০০ টি করে SMS এর সুবিধা পাওয়া যাবে। তাই কেউ যদি বার বার অ্যামাজন প্রাইমের সবসক্রিপশন প্লান রিচার্জ করে বিরক্ত হয়ে পড়েন তাহলে এই প্ল্যানটি  অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে। এক বছরের জন্য এই প্রাইম ভিডিওর ফ্রি সবক্রিপশনও পাওয়া যাবে। এছাড়া একেবারে ফ্রিতেই থাকবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। অর্থাৎ সব মিলিয়ে এই প্ল্যানে রিচার্জ করলেই  ফ্রি ডেটা এবং কলিং এর সুবিধা সহ পাওয়া যাবে দুর্দান্ত এন্টারটেইনমেন্টের সুবিধা।

Jio

আরও পড়ুন: Jio: BSNL ব্যবহার করবে VI নেটওয়ার্ক! সরকারের নতুন প্ল্যানে কুপোকাত Jio আর Airtel

১১৯৮ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এতে আনলিমিটেড কলিং দেওয়া হয়, সাথে প্রতিদিন ১০০ টি SMS দেওয়া হয়। এতে প্রতিদিন ২ জিবি ৫জি ডেটা প্রদান করে। এটি ১৪টি OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন দেয়। এর সাথে Jio TV অ্যাপ্লিকেশনও পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যেকোন জায়গায় লাইভ টিভি উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে কোন অতিরিক্ত টাকা দিতে হবে না। ১৪টি OTT সাবস্ক্রিপশন অফারের মধ্যে রয়েছে Jio TV প্রিমিয়াম। যার মধ্যে রয়েছে Jio Cinema Premium, Disney+Hotstar, Zee5, SonyLIV, প্রাইম ভিডিও (মোবাইল), Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, SunNXT, Planet মারাঠি, Chaupal, EpicON এবং Kanchcha Lanka।

Jio

৯০৯ টাকার রিচার্জ প্ল্যান: মাত্র ৯০৯ টাকার বিনিময়ে এই রিচার্জ প্লানে ১০০ টি এসএমএসের পাশাপাশি পাওয়া যাবে ২জিবি হাই স্পিড ডেটা। এছাড়া থাকবে কল এবং এসএমএসের সুবিধাও। এই প্রিপেড রিচার্জ প্লানটি দেবে ওটিটি  প্লাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়াও জিওর গ্রাহকরা জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউড এর মত বিভিন্ন জিও অ্যাপ্লিকেশন গুলিতে বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন। ৯০৯ টাকার এই এন্টারটেনমেন্ট প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস এবং মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে।  ৮৪ দিনের এই প্ল্যানে রোজকার ২ জিবি ডেটা কোটা শেষ হওয়ার পর গ্রাহকরা ৪০ কেবিপিএস গতিতে সীমাহীন ডেটা এক্সেস করতে পারবেন। এটি সনি লিভ এবং জি ৫ অ্যাপ্লিকেশনগুলিতে বিনামূল্যে সাবস্ক্রিপশন সরবরাহ করে।

 

Papiya Paul

X