Pension Scheme

Pension Scheme: অবিবাহিতদের চিন্তার দিন শেষ! এবার এই সরকারি প্রকল্পেই প্রতি মাসে মিলবে পেনশন

নিউজ শর্ট ডেস্ক: অবিবাহিতদের (Unmarried) চিন্তার দিন শেষ! এবার দেশের অবিবাহিত যুবক যুবতীদের জন্য এক বিরাট বড় সুখবর দিল সরকার। বিয়ে না করলেই মাস গেলে পেনশন পাবেন অবিবাহিতরা। এই প্রকল্পে প্রত্যেক মাসে মাসে আকাউন্টে ঢুকবে মোটা টাকা। অবিবাহিতদের জন্য এই  পেনশন প্রকল্প (Pension Scheme) চালু হতেই হাসি ফুটেছে তরুণ যবক-যুবতীদের মুখে।

সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের সাহায্য করার জন্যই এই বিশেষ প্রকল্প চালু করেছে ভারত সরকার। এই স্কিমের নাম “বৃদ্ধ বয়স সম্মান ভাতা প্রকল্প”। এই প্রকল্পের অধীনে বিধবা, বিধবা এবং অবিবাহিতদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

আর্থিক ভাবে দুর্বল মানুষদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষ করে বিধবা এবং অবিবাহিত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানকরে এই প্রকল্প। এতে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়বে এবং তারা সমাজে নিজেদের জীবন উন্নত করতে সক্ষম হবেন।

Financial Task

এই প্রকল্পের অধীনে, সরকার প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে।এই টাকা সরাসরি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই স্কিমের জন্য আবেদন করার যোগ্যতা কি কি হওয়া উচিত?

আবেদনকারীর বয়স ৪৫ বছরের বেশি হতে হবে। এছাড়া আবেদনকারীর বার্ষিক আয় ১ লাখ ৮০ হাজার টাকার কম হতে হবে। তবে যদি আবেদনকারী অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তাহলে তিনি এই স্কিমের সুবিধা পাবেন না।

স্কিমের জন্য আবেদন করার পদ্ধতি

এই স্কিমের জন্য আবেদন করার জন্য নিম্নলিখিত পদ্ধতি  অনুসরণ করতে হবে।  প্রথমে নিকটস্থ ব্লক বা তহসিল অফিসে গিয়ে আবেদনপত্র নিতে হবে। তারপর আপনাকে সঠিকভাবে ফর্মটি ফিলআপ করতে হবে।  সেইসাথে প্রয়োজনীয় সমস্ত নথির জেরক্স কপি দিতে হবে।

আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আয়ের শংসাপত্র, বসবাসের শংসাপত্র, বয়সের শংসাপত্র, বিবাহের বিবরণ (যদি থাকে) ইত্যাদি অন্তর্ভুক্ত করতে হবে। 

পেনশন প্রকল্প,Pension Scheme,অবিবাহিত,Unmarried,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আরও পড়ুন: বাতিল হচ্ছে ঝুড়ি ঝুড়ি আধার কার্ড! আপনি পেলে কি করবেন? জানুন ‘সঠিক’তথ্য

তারপর সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ফর্মটি জমা দিতে হবে।

পরবর্তীতে অনলাইনে আবেদনের আপডেট  দেখা যেতে পারে।

 কখন এবং কীভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে?

প্রতি মাসের প্রথম সপ্তাহেই এই স্কিমের সুবিধাপাওয়া যাবে। তার জন্য কোনো ফি বা রসিদ দিতে হবে না। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে হবে। এছাড়াও অন্য কোন সমস্যা বা অভিযোগ থাকলে আপনার ব্লক বা তহসিল অফিসে যোগাযোগ করতে হবে ।

Avatar

anita

X