নিউজশর্ট ডেস্ক: দেশের অন্যতম এবং সবথেকে জনপ্রিয় সরকারি বীমা সংস্থা হিসেবে এলআইসির ওপর ভরসা এবং আস্থা সবসময় বেশি রয়েছে। আর তাই সমস্ত শ্রেণীর মানুষদের কথা ভেবে এলআইসি(LIC) নিত্যনতুন প্ল্যান লঞ্চ করে থাকে। এক্ষেত্রে একটি নতুন পলিসি ‘অমৃত বাল'(Amritbaal)চালু করেছে এলআইসি।
শিশুদের উচ্চশিক্ষার কথা মাথায় রেখেই এই পলিসি চালু করা হয়েছে। সম্প্রতি এই বীমা কোম্পানির তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে যে এই জীবন বীমা পরিকল্পনা বিশেষভাবে শিশুর শিক্ষাগত চাহিদা পূরণের বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আর এই পলিসি ১৭ ই ফেব্রুয়ারি ২০২৪ থেকে চালু হয়ে গিয়েছে।
চলুন তাহলে এই পলিসিতে কি কি সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক।
এই পলিসিতে বিনিয়োগে সর্বনিম্ন শিশুর জন্মের ৩০ দিন পরে এবং সর্বোচ্চ বয়সসীমা হল ১৩ বছর পর্যন্ত। আর এই পলিসির সর্বনিম্ন ম্যাচুরিটির সময় ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর। এই পলিসের জন্য ৫-৬ বার ৭ বছরের স্বল্প মেয়াদী প্রিমিয়াম প্রদানের শর্তাবলী উপলব্ধ রয়েছে। সর্বাধিক প্রিমিয়াম প্রদানের সময় হল ১০ বছর।
এই পলিসিতে ১০০০ টাকায় ৮০ টাকা গ্যারান্টিযুক্ত রিটার্ন দেওয়া হয়। আপনি যদি আরও বেশি পরিমাণে অর্থ জমা করেন তবে এটি গুনিতকে বাড়তে থাকবে। ৮০ টাকার এই রিটার্ন বীমা পলিসিতে নিশ্চিত রাশিতে যোগ হতে থাকবে। অর্থাৎ আপনি যদি আপনার সন্তানের নামে এক লক্ষ টাকার বীমা করে থাকেন তাহলে এলআইসি দ্বারা গ্যারান্টি হিসেবে ৮ হাজার টাকা যুক্ত হতে থাকবে। এটি পলিসির ম্যাচুরিটি পর্যন্ত অব্যাহত থাকবে।
এই পলিসির অধীনে ন্যূনতম নিশ্চিত অর্থ হলো ২ লক্ষ টাকা। আর এক্ষেত্রে কোন সর্বোচ্চ সীমা নেই। এখানে ম্যাচিউরিটির সময় গ্যারান্টিযুক্ত রিটার্নসহ বীমাকৃত অর্থ দিতে হবে। এলআইসি দ্বারা জানানো হয়েছিল যে ৫-১০ বা ১৫ বছরে কিস্তি নিষ্পত্তি বিকল্পের মাধ্যমেও এই ম্যাচুরিটির পরিমাণ পাওয়া যেতে পারে। এক্ষেত্রে এই সিঙ্গেল প্রিমিয়াম এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্টের অধীনে দুটো বিকল্পের মধ্যে বেছে নেওয়া যেতে পারে।