নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অনস্ক্রিন ভাইবোন অথচ অফস্ক্রিন প্রেম করছেন এমন জুটি দেখা যায় হামেশাই। কিন্তু বাস্তবে স্বামী-স্ত্রী অথচ পর্দায় ভাই-বোন এমন উদাহরণ সচরাচর নেই বললেই চলে। বাংলা সিরিয়ালের জগতের অত্যন্ত জনপ্রিয় এক সেলিব্রেটি জুটি হলেন অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায় (Mayna Banerjee) এবং অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)।
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সুখী দাম্পত্য জীবন তাঁদের। প্রথমবার জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘মিলি’র (Mili) হাত ধরে স্ক্রিন শেয়ার করছেন তাঁরা । কিন্তু পর্দায় তারা ভাই বোন। এই ধারাবাহিকে ময়না হয়েছেন নায়িকা মিলির শ্বাশুড়ি আর অর্ণব হয়েছেন মিলির মামা শ্বশুর। পর্দায় সম্পর্কে অর্ণব ময়নার ছোটো দাদা।
সম্প্রতি এই অনস্ক্রিন ভাই বোনই বাস্তবে স্বামী স্ত্রী। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পর্বে তিনি হাজির হয়েছিলেন দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে। এদিন দিদির দরবারে হাজির হতেই এই সেলেব দম্পতির উদ্দেশ্যে সঞ্চালিকা রচনার প্রশ্ন ‘হাজব্যান্ড-ওয়াইফ হয়ে ভাই-বোন, ব্যাপারটা কেমন লাগছে?’
উত্তরে এদিন অর্ণব জানান, ‘আমাদের যত বছরের রিলেশন বা এতদিন বিয়ে হয়েছে, তবে এত বছরে কখনও একসঙ্গে কখনও কাজ করার সুযোগ পাইনি। যাও বা পেলাম সেখান ভাই-বোন।’ এরপর হাসি চেপেই তিনি জানান, ‘মজার ব্যাপার হল, বাড়িতে সবাই দেখে (মিলি), আমাদের ১০ বছরের ছেলেও রয়েছে। ওহ একটু ঝামেলার মধ্যে আছে। যে বাবাকে মামা বলে ডাকবে না মা-কে পিসি একটু কনফিউসড আছে’।
আরও পড়ুন: দেওর-বৌদির প্রেম? বিয়ের আগেই ‘হাবলি’ পুতুলের স্যারকে নিয়ে পরকীয়ার অভিযোগ
অন্যদিকে ময়না জানান, ‘অভিনয় আমাদের পেশা। কাজটাকে ভালোবেসে করতে হবে। সেটা স্বামী-স্ত্রী নাকি ভাই-বোন সেটা ম্যাটার করে না। প্রথমবার যখন অফারটা এসেছিল একবার ভেবেছিলাম, একই ট্র্যাকে কাজ করব। কিছু ভুল করলে আবার বকাবকি করবে। শুরুতে চোখের দিকে তাকাতে পারতাম না। কারণ ছোটদা বলতে গেলে আমি হেসে ফেলব’।
View this post on Instagram
এদিন সিক্রেট ফাঁস করে অভিনেত্রী জানান সেটে বেশ কয়েকবার নাকি বরকে ছোটদা বলতে গিয়ে হোঁচটও খেয়েছেন তিনি। তবে এখন নাকি সেই জড়তা অনেকটা কেটে গিয়েছে। প্রসঙ্গত দেখেতে দেখতে দাম্পত্য় জীবনের ১১ বছর পার করে ফেলেছেন এই জুটি। এপ্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘হ্যাঁ, লোকে বলে বিয়ের এক বছর পর স্বামী-স্ত্রী ভাই-বোন হয়ে যায়, জি বাংলা না হয় ১১ বছর পর আমাদের ভাই-বোন করে দিয়েছে’।