Investment

Investment: মাত্র ৫০ হাজার টাকা জমিয়ে পাবেন ১ কোটি ২০ লক্ষ টাকা! কিভাবে পাবেন এই সুবিধা?

নিউজশর্ট ডেস্ক: ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই ব্যাংক নানান রকমের জনপ্রিয় স্কিম নিয়ে আসে। আজকের এই প্রতিবেদনে এসবিআই-এর এমনই একটি জনপ্রিয় স্কিম সম্পর্কে আপনাদেরকে জানাবো।

যদিও এই স্কিমটি এখনের নয়। এটি ১৯৮৭ সালের ২৯ জুন চালু হয়েছিল। এই স্কিমটি চালু হওয়ার পর থেকে গ্রাহকদের প্রচুর রিটার্ন এসেছে। চলুন তাহলে এই স্কিমটা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই ফান্ডটি হল SBI Technology Opportunities Fund Direct Plan। এটির অলটাইম রিটার্ন হল ২০.৮৯ শতাংশ। এই ফান্ডে ৫০ হাজার টাকা বিনিয়োগ(Investment) করলে কিভাবে সেটি ১ কোটি ২০ লক্ষ টাকায় পৌঁছাবে এসে সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো।

১) এটি একটি ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। যেখানে মিউচুয়াল ফান্ড শেয়ার বাজারে তাদের টাকা ইনভেস্ট করে থাকে।
২) এটির NAV অর্থাৎ Net Asset Value হল- ১৭৩.৫০৯৩।
৩) আপনি যদি এই ফান্ডে এসআইপির মাধ্যমে টাকা জমাতে চান তাহলে মাত্র ৫০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে পারেন।
৪) আর আপনি যদি এই ফান্ডে Lumpsum এর বিনিয়োগ করতে চান তাহলে মাত্র ৫ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন।

SBI

আরও পড়ুন: Investment: সন্তানের পড়াশোনার খরচের চিন্তা ছাড়ুন, আজ থেকেই ইনভেস্ট করুন এই দুর্দান্ত স্কিমে!

৫) এখানের ফান্ড সাইজ হলো ৩০৮১ কোটি টাকা। অর্থাৎ এই পরিমাণ টাকা এই ফান্ডে মানুষ বিনিয়োগ করে রেখেছে।
৬) এই ফান্ডের এক্সপেন্স রেটিও হল ০.৮৮ শতাংশ।
৭) এই ফান্ডের Exit Load ০.৫ শতাংশ। আপনার টাকা জমা করার পর ১৫ দিনের মধ্যে টাকা তুলে নেন তাহলে ০.৫ শতাংশের Exit Load লাগবে।
৮) এই টাকা বড় বড় কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হয়। যার মধ্যে রয়েছে এয়ারটেল, টাটা কনসালটেন্সি, নেটফ্লিক্স, উইপ্র, টেক মাহিন্দ্রা সহ আরো অনেকগুলো।

কিভাবে আপনি ৫০ হাজার টাকা জমা করে এক কোটি ২০ লক্ষ টাকা পাবেন? জেনে নিন:
এখানে পাঁচ বছর যদি আপনি টাকা রাখেন তাহলে কুড়ি শতাংশ সুদের হারে আপনি পেয়ে যাবেন ১ লাখ ২৪ হাজার ৪১৬ টাকা। আপনি যদি ৩০ বছরের জন্য ৫০০০০ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে কুড়ি শতাংশ সুদের হারে এই ফান্ডে আপনি পেয়ে যাবেন ১,১৮,৬৮,৮১৬ টাকা।

বিশেষ দ্রষ্টব্য: মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। এখানে অর্থ বিনিয়োগের আগে অবশ্যই অর্থ বিশেষজ্ঞের থেকে পরামর্শ নেওয়া উচিত। এই প্রতিবেদনের সত্যতা সম্পর্কে যাচাই করেনি Newzshort।

Papiya Paul

X