London of India

London of India: ভারতেও আছে এক টুকরো লন্ডন! জানেন কোন শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’?

নিউজ শর্ট ডেস্ক: ভারতবর্ষ (India) মানেই বৈচিত্রের মধ্যে ঐক্য! কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের দেশের প্রতিটি প্রান্তেই রয়েছে বৈচিত্রের সমাহার। কিন্তু অনেকেই হয়তো জানেন না আমাদের দেশেই রয়েছে এমন একটি শহর যাকে ‘ভারতবর্ষের লন্ডন’ (London of India) বলে আখ্যা দেওয়া হয়। কি ভাবছেন কোন শহর? এই শহরের নাম জানলে গর্ব হবে বাংলার মানুষের।

হ্যাঁ, ঠিকই ধরেছেন কলকাতাকেই (Kolkata) বলা হয় ভারতের লন্ডন। আমার আপনার প্রাণের প্রিয় এই কলকাতা শহরই স্বাধীনতার পূর্ববর্তী সময়ে দীর্ঘদিন ধরে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল। তাই খুব স্বাভাবিক ভাবেই আজও এই শহরের অনেক কিছুতেই রয়েছে লন্ডনের ছোঁয়া। অতীতে ব্রিটিশ ভারতের রাজধানী হওয়ার সুবাদেই কলকাতার বেশিরভাগ ঐতিহ্যবাহী ভবন এবং গির্জা লন্ডনের আদলেই ডিজাইন করিয়েছিলেন ব্রিটিশরা।

আজও এই  তিলোত্তমার  প্রতিটি রাজপথে দেখা মিলবে ব্রিটিশ এবং স্কটিশ স্থাপত্য ভবন। যা দেখলেই মনে ভেসে ওঠে লন্ডনের ছবি। তাই এই শহরে ঘুরতে এলে অনেকেই এখানে লন্ডনের ছোঁয়া পেতে পারে।  বছর বছর কলকাতা ঘুরতে আসেন বহু দেশ-বিদেশি পর্যটক। আসুন দেখে নেওয়া যাক এই প্রাণের শহরের কোন কোন দর্শনীয় স্থান সবচেয়ে বেশি জনপ্রিয়।

কলকাতা,Kolkata,ভারতের লন্ডন,London of India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কলকাতায় দেখার জায়গা

১.ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

ধবধবে সাদা কলকাতার  ভিক্টোরিয়া মেমোরিয়াল অত্যন্ত সুন্দর একটি বিল্ডিং। সাদা মার্বেলে তৈরি এই বিল্ডিংয়ের স্থাপত্য অসাধারণ। কলকাতার সবচেয়ে ছবি তোলা জায়গাগুলির মধ্যে অন্যতম ভিক্টোরিয়া। এর ভিতরেই রয়েছে খুব সুন্দর একটি যাদুঘর। এই জাদুঘরে ব্রিটিশ আমলের ব্যক্তিদের প্রতিকৃতি, সূক্ষ্ম ভাস্কর্য এবং অন্যান্য চিত্রকর্ম এবং সেই সময়ের ব্যবহৃত কিছু অস্ত্র দিয়ে সাজানো হয়েছে।

আরও পড়ুন: খরচ মাত্র ১৫০০ টাকা, দোলের ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি কমলালেবুর বাগান থেকে

কলকাতা,Kolkata,ভারতের লন্ডন,London of India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

২.দক্ষিণেশ্বর কালী মন্দির

দক্ষিণেশ্বর কালী মন্দির মা ভবতারিণী অর্থাৎ দেবী কালীকে উত্সর্গীকৃত করেই তৈরী করা হয়েছিল। হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ২৫ একর জায়গা জুড়ে অবস্থিত। মূল মন্দিরটি ছাড়াও ভগবান শিবকে উত্সর্গীকৃত করে রয়েছে  প্রায় ১২টি নাট মন্দির। সেইসাথে ভগবান কৃষ্ণ এবং দেবী রাধার মন্দির এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাণী রাসমনির উদ্দেশ্যেও একটি মন্দির রয়েছে। এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে স্বয়ং রামকৃষ্ণের বহু স্মৃতি।

আরও পড়ুন: আর হবে না যাত্রী দুর্ভোগ! দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ রেলের

৩. হাওড়া ব্রিজ

হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর একটি বিশাল ইস্পাত সেতু। এটি বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতুগুলির মধ্যে অন্যতম। এই সেতুটি রবীন্দ্র সেতু নামেও পরিচিত। এটি হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করে। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন ১০০,০০০ যানবাহন এবং অগণিত পথচারী যাওয়া আসা করেন। জানা যায় এই সেতু তৈরিতে একটিও স্ক্রু ব্যবহার করা হয়নি।

কলকাতা,Kolkata,ভারতের লন্ডন,London of India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৪. মাদার টেরেসার বাড়ি

মানবজাতির নিঃস্বার্থ সেবার পাশাপাশি মানবতার উন্নতি এবং এটিকে মুক্তির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যেই ১৯৫০ সালে এই বাড়িটি তৈরি করেছিলেন তিনি। ১৯৫৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এই বাড়িতে থেকেই মানব সেবার কাজ করে গিয়েছিলেন। তাই আজও সারা বিশ্বের মানুষ কলকাতায় এলে একবার অন্তত এখানে ঘুরতে আসেন।

Avatar

anita

X