নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত নাম্বার ওয়ান গেম শো হল রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) সঞ্চালিত ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)। জনপ্রিয় এই রিয়ালিটি শোতে প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে ছুটে আসেন বাংলার লড়াকু সব দিদিরা। আসেন বাংলা সিনেমা-এবং সিরিয়ালের জগতের জনপ্রিয় তারকারাও।
তবে বাংলা টেলিভিশনের ইতিহাসে এই প্রথম রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভ্যাস মিলেছিল আগেই, আর এবার প্রতিদিন সংবাদ মাধ্যমের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল মুখ্যমন্ত্রীর দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হওয়ার ছবি।
প্রসঙ্গত গতমাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দরবারে হাজির হয়েছিলেন বাংলা টেলিভিশনের ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। আর তারপর গুঞ্জন তৈরি হয়েছিল রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী। যদিও নবান্ন থেকে বেরিয়ে সেইসময় অভিনেত্রী জানিয়েছিলেন তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না। তবে চ্যানেলের তরফ থেকে একটি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই।
তার পরেই জানা যায় সেদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে যাওয়ার আসল কারণ। জানা যায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আসার জন্য ঐদিন রচনা নিজে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যা গ্রহণও করে নেন মুখ্যমন্ত্রী। আর এবার জল্পনাকে সত্যি করে ২১ ফ্রেব্রুয়ারিই দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে এক ফ্রেমে ধরা দিলেন বাংলার দুই দিদি।
আরও পড়ুন: বাংলার ১ কোটি পরিবার পাবেন বিনামূল্যে রান্নার সরঞ্জাম! জানুন কিভাবে পাবেন?
তবে কোন ইনডোর স্টুডিও নয় মুখ্যমন্ত্রী স্পেশাল এপিসোড শুটিং করা হবে হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে। অন্দরের খবর, সব ঠিক থাকলে, ১৫ দিন পর দিদি নাম্বার ওয়ানের তারকা স্পেশাল রবিবারের সানডে ধামাকা পর্বে দেখা যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। তবে অনেকে এও দাবি করছেন লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হওয়ার বিষয়টি রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ।