Uttam Kumar

Uttam Kumar: সন্দেশখালিতেই হয়েছিল উত্তম কুমারের এই সিনেমার শুটিং! সেই গ্রামই আজ শিরোনামে

নিউজ শর্ট ডেস্ক: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই উত্তাল গোটা বাংলা। সহ্যের বাঁধ ভাঙতেই রাজ্যের শাসক দলের নেতাদের অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভে অগ্নি শর্মা গ্রামের পর গ্রাম। জমি দখল থেকে শুরু করে মেয়েদের উপর নির্যাতন নেতাদের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা। তবে অনেকেই হয়তো জানেন না, আজ যে সন্দেশখালি সংবাদ শিরোনামে রয়েছে সেখানেই ৪ দশক আগে শুটিং হয়েছিল মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) অভিনীত একটি জনপ্রিয় বাংলা সিনেমার।

কি ভাবছেন? কোন সিনেমা? আসলে উত্তম কুমার অভিনীত সেই  তারকা খচিত বাংলা সিনেমার নাম হল ‘অমানুষ’ (Amanush) যা বাংলার পাশাপাশি হিন্দিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শক্তি সামন্ত পরিচালিত ১৯৭৪ সালের মুক্তিপ্রাপ্ত সুপার হিট এই বাংলা সিনেমায় উত্তম কুমার ছাড়াও অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা উৎপল দত্ত জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর সহ আরও একাধিক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী।

বাংলা সিনেমা প্রেমীদের কাছে এই অমানুষ সিনেমার জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। বিগত কয়েক দশক পেরিয়ে আজও এই এই সিনেমার বহু দৃশ্য চোখে লেগে রয়েছে বাংলা সিনেমা প্রেমীদের। একসময় এই অমানুষ সিনেমা  জুড়ে ফুটে উঠেছিল সন্দেশখালির নদী আর সুন্দরবনের জঙ্গল। এই সিনেমার মধ্যে যে সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছিল তা ছিল আসলে সন্দেশখালির এই গ্রামের দৃশ্য।

উত্তম কুমার,Uttam Kumar,সন্দেশখালি,Sandeshkhali,অমানুষ,Amanush,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

জানা যাচ্ছে অমানুষ সিনেমায় যে গ্রামের দৃশ্য ধরা পড়েছিল তা আসলে সন্দেশখালির ২ নম্বর ব্লকের ভাঙ্গা তুষখালী গ্রাম। শক্তিপদ রাজগুরুর লেখা ‘নয়া বসত’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এই ‘অমানুষ’ সিনেমাটি।  জানা যায় কিছুদিন আগে পর্যন্ত-ও উত্তম কুমারের ব্যবহৃত লঞ্চটি অক্ষত অবস্থায় ছিল। এছাড়া আজও রয়েছে পিডব্লিউডির সেই পুরনো বাংলো। 

আরও পড়ুন: ‘বঁধুয়া’ আসতেই কপাল পুড়লো এই জনপ্রিয় সিরিয়ালের! স্লট ঘোষণা হতেই তুমুল শোরগোল

শোনা যায় সেখানেই নাকি একসময় থাকতেন মহানায়ক উত্তম কুমার। সারাদিন শুটিং-এর  পর বিকেলে গ্রামের মানুষদের সঙ্গে নাকি আড্ডাও দিতেন তিনি। গ্রামবাসীদের মনে নাকি আজও উজ্জ্বল সেই  সমস্ত দিনের পুরনো স্মৃতি।তবে এখানে বলতেই হয় ৪ দশক আগের ‘অমানুষ’ সিনেমার সেই গল্পই যেন আজকের বাস্তবের  সন্দেশখালী।

উত্তম কুমার,Uttam Kumar,সন্দেশখালি,Sandeshkhali,অমানুষ,Amanush,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সিনেমায় যেমন নারী নির্যাতন, গরিবদের উপর অত্যাচারের বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে গোটা গ্রাম গর্জে আজও ঠিক সেই একই ছবি সন্দেশখালিতে। ছবিতে গ্রামের মানুষ মহিম ঘোষালের অত্যাচারের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছিলেন  আজ যেন ঠিক সেভাবেই  শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন সন্দেশখালির মানুষরা।তবে শুধু অমানুষ নয় এই সন্দেশখালিতেই শুটিং হয়েছিল মুনমুন সেন সন্তু মুখোপাধ্যায়ের ‘বান্ধবী’ সিনেমা কিংবা  দেবের ‘চাঁদের পাহাড়’ সিনেমার।

Avatar

anita

X