নিউজশর্ট ডেস্ক: যেকোনো ব্যাংকে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একাউন্ট খুলতে হয়। এই অ্যাকাউন্ট খোলার আবার প্রকারভেদ রয়েছে। যেমন যৌথ একাউন্ট বা জয়েন্ট একাউন্ট এক প্রকার ব্যাংক অ্যাকাউন্ট, যেটি মূলত দুজন বা তার বেশি ব্যক্তি মিলে খুলে থাকে। এটি সাধারণত স্বামী-স্ত্রী কিংবা ব্যবসায়িক পার্টনার বা একাধিক আত্মীয় মিলে জয়েন্ট একাউন্ট ওপেন করে থাকে।
এই জয়েন্ট একাউন্টর(Joint Account Benefits) ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে সে সম্পর্কে আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। জয়েন্ট অ্যাকাউন্ট অন্যান্য রেগুলার একাউন্ট গুলোর মতই কাজ করে থাকে। তবে এখানে একজনের বদলে দুই বা তার বেশি সংখ্যক ব্যক্তি যুক্ত থাকতে পারেন। এই জয়েন্ট একাউন্ট স্থায়ীভাবে ও রাখা যেতে পারে।
দম্পতিদের জন্য এই অ্যাকাউন্ট বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জয়েন্ট একাউন্টর ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত রয়েছেন তারা সমানভাবে অর্থ প্রদান বা টাকা তোলার অনুমোদন পান। এই অ্যাকাউন্ট গুলোর মধ্যে চেকিং, সেভিংস একাউন্ট, ক্রেডিট কার্ড এবং লাইন অফ ক্রেডিট কার্ড ইত্যাদি রয়েছে। তবে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সময় যে কয়জন ব্যক্তি মিলে একাউন্ট খুলবেন তাদের সকলকে উপস্থিত থাকতে হবে। ভারতের বিভিন্ন ব্যাংকে এই জয়েন্ট একাউন্ট খোলার সুবিধা রয়েছে।
আরও পড়ুন:
এই জয়েন্ট একাউন্ট ওপেন করার কি কি সুবিধা রয়েছে?
১) জয়েন্ট অ্যাকাউন্ট খুললে দম্পতি বা একাধিক গ্রাহকেরা একসঙ্গে টাকার খরচ এবং জমানোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
২) এছাড়া প্রত্যেকটি অ্যাকাউন্টধারীর ফান্ড এক্সেস করার সমান অধিকার রয়েছে।
৩) সাধারণ বা একক সেভিংস একাউন্টর তুলনায় জয়েন্ট একাউন্টে অনেক বেশি সুদ পাওয়া যায়।
৪) সাংসারিক খরচের বা সঞ্চয় হিসেবে রাখার জন্য এই জয়েন্ট একাউন্ট বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫)জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে চেকবুক ক্রেডিট কার্ড ইত্যাদি অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
৬) এখানে দুই ব্যক্তির মধ্যে টাকা আদান-প্রদান আরো সহজ হয়ে ওঠে তাই ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনাররাও জয়েন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন।